বিনোদন ডেস্ক
এক গান দিয়েই অনেকখানি এগিয়ে গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে যখন সিনেমার আইটেম গান ‘উ আন্তাভা’ প্রকাশ পায়, চমকে গিয়েছিল সবাই। গানটির লিরিক, মিউজিক আকর্ষণীয় ছিল তো বটেই, তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল সামান্থার নাচ। এর কয়েক মাস আগেই নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। তখনও ধকল কাটিয়ে উঠতে পারেননি পুরোপুরি। বিচ্ছেদের যন্ত্রণার মধ্যেই যে পারফরম্যান্স দেখিয়েছিলেন সামান্থা উ আন্তাভা গানে, তাতে পুষ্পার হাইপ বেড়ে গিয়েছিল অনেকখানি।
বিতর্কও ছিল। বিশেষ করে এ গানের লিরিকে যেভাবে পুরুষতান্ত্রিকতাকে কটাক্ষ করা হয়েছে, তা ভালোভাবে নিতে পারেননি অনেকেই। এ নিয়ে আলোচনা সমালোচনা চলেছে কয়েক মাস। তবে সব সমালোচনা হার মেনেছিল পর্দায় সামান্থার আত্মবিশ্বাসের কাছে। ফলস্বরূপ, সিনেমা হলে পুষ্পা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। উ আন্তাভা আর সামান্থাকে নিয়ে এত কথা বলার একটাই কারণ—কিসিক।
পুষ্পা: দ্য রাইজের ৩ বছরের মাথায় আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। নির্মাতাদের ইচ্ছা ছিল, প্রথম সিনেমার মতো দ্বিতীয় পর্বেও উ আন্তাভার মতো একটি আইটেম গান রাখার। সে পরিকল্পনা অনুযায়ী, ২৪ নভেম্বর রাতে প্রকাশ পেয়েছে ‘কিসিক’। এবার সামান্থা আসেননি। এতে আল্লু অর্জুনের সঙ্গে নেচেছেন দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা।
উ আন্তাভায় উগ্র পুরুষতন্ত্রকে স্যাটায়ার করা হয়েছিল, তুলনায় এবার কিসিক গানটি অনেকটাই সরল বক্তব্যের। এক পার্টিতে একে একে অনেকে আসছেন, নৃত্যশিল্পী গানে গানে ফটোগ্রাফারদের অনুরোধ করছেন, সবার ছবি তুলে রাখার জন্য। তবে নায়কের সঙ্গে তোলা ছবিগুলো যেন কেউ না দেখে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে, তাতে বদনাম ছড়াতে পারে। মোটাদাগে, এটাই গানের বক্তব্য।
পুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। প্রতিটি গান, ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন স্থানে দর্শকদের নিয়ে ব্যাপক আয়োজন করে। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক। গানটি তেমন কারও পছন্দ হয়নি। ভালো লাগেনি আল্লু ও শ্রীলীলার নাচও।
ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্য সে কথাই বলছে। গানটি নিয়ে যারা রিভিউ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাঁদের বক্তব্যও কাছাকাছি। উ আন্তাভার সঙ্গে কিসিকের তুলনা টেনে অনেকেই বলছেন, সামান্থার ধারেকাছেও পৌঁছাতে পারেনি শ্রীলীলার নাচ। পুষ্পার সঙ্গে সামান্থাকেই মিস করছেন দর্শক।
পুষ্পা টুর ট্রেলার ও মুক্তি পাওয়া আরেকটি গান নিয়েও দর্শকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। পুষ্পার প্রথম পর্বকে ছাড়িয়ে যেতে পারবে কিনা পুষ্পা টু, তা নিয়েও আছে সন্দেহ। তবে অগ্রীম টিকিট বিক্রির হিসেব কিন্তু ভিন্ন কথা বলছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন তাঁরা।
এখন থেকেই দর্শকদের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে অনুমান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে এটি। আরেকটি ভালো খবর, প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু।
এক গান দিয়েই অনেকখানি এগিয়ে গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে যখন সিনেমার আইটেম গান ‘উ আন্তাভা’ প্রকাশ পায়, চমকে গিয়েছিল সবাই। গানটির লিরিক, মিউজিক আকর্ষণীয় ছিল তো বটেই, তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল সামান্থার নাচ। এর কয়েক মাস আগেই নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। তখনও ধকল কাটিয়ে উঠতে পারেননি পুরোপুরি। বিচ্ছেদের যন্ত্রণার মধ্যেই যে পারফরম্যান্স দেখিয়েছিলেন সামান্থা উ আন্তাভা গানে, তাতে পুষ্পার হাইপ বেড়ে গিয়েছিল অনেকখানি।
বিতর্কও ছিল। বিশেষ করে এ গানের লিরিকে যেভাবে পুরুষতান্ত্রিকতাকে কটাক্ষ করা হয়েছে, তা ভালোভাবে নিতে পারেননি অনেকেই। এ নিয়ে আলোচনা সমালোচনা চলেছে কয়েক মাস। তবে সব সমালোচনা হার মেনেছিল পর্দায় সামান্থার আত্মবিশ্বাসের কাছে। ফলস্বরূপ, সিনেমা হলে পুষ্পা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। উ আন্তাভা আর সামান্থাকে নিয়ে এত কথা বলার একটাই কারণ—কিসিক।
পুষ্পা: দ্য রাইজের ৩ বছরের মাথায় আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। নির্মাতাদের ইচ্ছা ছিল, প্রথম সিনেমার মতো দ্বিতীয় পর্বেও উ আন্তাভার মতো একটি আইটেম গান রাখার। সে পরিকল্পনা অনুযায়ী, ২৪ নভেম্বর রাতে প্রকাশ পেয়েছে ‘কিসিক’। এবার সামান্থা আসেননি। এতে আল্লু অর্জুনের সঙ্গে নেচেছেন দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা।
উ আন্তাভায় উগ্র পুরুষতন্ত্রকে স্যাটায়ার করা হয়েছিল, তুলনায় এবার কিসিক গানটি অনেকটাই সরল বক্তব্যের। এক পার্টিতে একে একে অনেকে আসছেন, নৃত্যশিল্পী গানে গানে ফটোগ্রাফারদের অনুরোধ করছেন, সবার ছবি তুলে রাখার জন্য। তবে নায়কের সঙ্গে তোলা ছবিগুলো যেন কেউ না দেখে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে, তাতে বদনাম ছড়াতে পারে। মোটাদাগে, এটাই গানের বক্তব্য।
পুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। প্রতিটি গান, ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন স্থানে দর্শকদের নিয়ে ব্যাপক আয়োজন করে। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক। গানটি তেমন কারও পছন্দ হয়নি। ভালো লাগেনি আল্লু ও শ্রীলীলার নাচও।
ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্য সে কথাই বলছে। গানটি নিয়ে যারা রিভিউ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাঁদের বক্তব্যও কাছাকাছি। উ আন্তাভার সঙ্গে কিসিকের তুলনা টেনে অনেকেই বলছেন, সামান্থার ধারেকাছেও পৌঁছাতে পারেনি শ্রীলীলার নাচ। পুষ্পার সঙ্গে সামান্থাকেই মিস করছেন দর্শক।
পুষ্পা টুর ট্রেলার ও মুক্তি পাওয়া আরেকটি গান নিয়েও দর্শকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। পুষ্পার প্রথম পর্বকে ছাড়িয়ে যেতে পারবে কিনা পুষ্পা টু, তা নিয়েও আছে সন্দেহ। তবে অগ্রীম টিকিট বিক্রির হিসেব কিন্তু ভিন্ন কথা বলছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এবার হাজার কোটি রুপির লক্ষ নিয়ে মাঠে নেমেছেন তাঁরা।
এখন থেকেই দর্শকদের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে অনুমান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াই শ কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে এটি। আরেকটি ভালো খবর, প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি পাবে পুষ্পা টু।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে