বিনোদন ডেস্ক
দক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। অভিনেত্রীকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছেন তাঁরা।
তথ্যচিত্রটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে ব্যবহার করা হয়েছে নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমার কয়েকটি ছবি ও বিহাইন্ড দ্য সিন। তা নিয়েই যত আপত্তি ধানুশের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রযোজক ছিলেন তিনি। ধানুশের অভিযোগ, তাঁর অনুমতি না নিয়েই ওই সব দৃশ্য তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নয়নতারা ও ভিগনেশ ছাড়াও ধানুশের অভিযোগ রয়েছে লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-র বিরুদ্ধেও। এ প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সের হয়ে ভারতয়ী কন্টেন্ট নির্বাচন ও প্রযোজনা করে। তাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার জন্য ওয়ান্ডারবার ফিল্মসের পক্ষ থেকে মাদ্রাজ হাই কোর্টে আবেদন করা হয়েছিল। আজ বুধবার দুই পক্ষের যুক্তি তর্ক শোনেন হাই কোর্ট। পরে মামলা দায়েরের অনুমতি দেন। আগামী শুনানীতে ধানুশের অভিযোগের জবাব দিতে হবে নয়নতারাকে।
কী নিয়ে ধানুশ-নয়নতারার দ্বন্দ্ব
নয়নতারার অভিনয়জীবন, মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও ‘লেডি সুপারস্টার’ হয়ে ওঠা, তাঁর বিয়ে ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুশ।
প্রায় এক দশক আগে ধানুশের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। নাম ‘নানুম রাউডি ধান’। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা।
অভিনেত্রীর অভিযোগ, দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। পরে যখন নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, চটে যান ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন নয়নতারার কাছে।
ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ।
পরে ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন ধানুশের উদ্দেশে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’
ধানুশের আলটিমেটাম ও মামলা
নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। হয়তো তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে সেটি আসার পর নড়েচড়ে বসেন। তথ্যচিত্রটিতে ‘নানুম রাউডি ধান’ সিনেমার দৃশ্য থাকায় এবারও আইনজীবীর মাধ্যমে পাঠান কড়া বার্তা।
২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন ধানুশের আইনজীবী। তা না হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে এতে কান দেননি নয়নতারা। নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেননি। অবশেষে, তাঁর বিরুদ্ধে মামলা করলেন ধানুশ।
দক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। অভিনেত্রীকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছেন তাঁরা।
তথ্যচিত্রটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে ব্যবহার করা হয়েছে নয়নতারা অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমার কয়েকটি ছবি ও বিহাইন্ড দ্য সিন। তা নিয়েই যত আপত্তি ধানুশের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রযোজক ছিলেন তিনি। ধানুশের অভিযোগ, তাঁর অনুমতি না নিয়েই ওই সব দৃশ্য তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নয়নতারা ও ভিগনেশ ছাড়াও ধানুশের অভিযোগ রয়েছে লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-র বিরুদ্ধেও। এ প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সের হয়ে ভারতয়ী কন্টেন্ট নির্বাচন ও প্রযোজনা করে। তাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার জন্য ওয়ান্ডারবার ফিল্মসের পক্ষ থেকে মাদ্রাজ হাই কোর্টে আবেদন করা হয়েছিল। আজ বুধবার দুই পক্ষের যুক্তি তর্ক শোনেন হাই কোর্ট। পরে মামলা দায়েরের অনুমতি দেন। আগামী শুনানীতে ধানুশের অভিযোগের জবাব দিতে হবে নয়নতারাকে।
কী নিয়ে ধানুশ-নয়নতারার দ্বন্দ্ব
নয়নতারার অভিনয়জীবন, মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও ‘লেডি সুপারস্টার’ হয়ে ওঠা, তাঁর বিয়ে ও ব্যক্তিজীবন—সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুশ।
প্রায় এক দশক আগে ধানুশের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। নাম ‘নানুম রাউডি ধান’। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা।
অভিনেত্রীর অভিযোগ, দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। পরে যখন নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়, চটে যান ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন নয়নতারার কাছে।
ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ।
পরে ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন ধানুশের উদ্দেশে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’
ধানুশের আলটিমেটাম ও মামলা
নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। হয়তো তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে সেটি আসার পর নড়েচড়ে বসেন। তথ্যচিত্রটিতে ‘নানুম রাউডি ধান’ সিনেমার দৃশ্য থাকায় এবারও আইনজীবীর মাধ্যমে পাঠান কড়া বার্তা।
২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন ধানুশের আইনজীবী। তা না হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে এতে কান দেননি নয়নতারা। নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেননি। অবশেষে, তাঁর বিরুদ্ধে মামলা করলেন ধানুশ।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
২ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে