অনলাইন ডেস্ক
যে সিনেমার গানে নাচের দৃশ্য নিয়ে তীব্র সমালোচনার মুখে উর্বশী রাউটেলা, সেই সিনেমার পোস্টার থেকে বাদই গেলেন তিনি। যদিও নেটিজেনদের সমালোচনার মুখে আবার তাঁর একটি দৃশ্য যোগ করা হয়েছে। তেলেগু সিনেমার ‘ডাকু মহারাজ’ সিনেমায় এমন ঘটনাটি ঘটিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামীকাল শুক্রবার এই প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সিনেমাটির প্রচার পোস্টার থেকেই বাদ দেওয়া হয় উর্বশীকে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে—সিনেমার সম্প্রচারের আগে নেটফ্লিক্সে উর্বশী রাউটেলার দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে। এ দিকে এমন সিদ্ধান্তে নেটপাড়ায় চটেছেন রাউটেলার ভক্তরা।
নেটফ্লিক্স সিনেমাটি সম্প্রচারের ঘোষণা দেওয়ার পর প্রচারণা পোস্টারে দেখা গেছে কিছুটা অবাক করা দৃশ্য। পোস্টারে ববি দেউল, প্রজ্ঞা জেসওয়াল এবং শ্রদ্ধা শ্রীনাথের মতো অভিনেতাদের দেখানো হলেও, সিনেমায় উর্বশী রাউটেলার বড় চরিত্র থাকা সত্ত্বেও তিনি সেখানে নেই।
তবে, পরবর্তীতে নেটফ্লিক্স একটি সংশোধনী পদক্ষেপ নিয়েছে। সেটি হলো- প্রতিটি চরিত্রকে পৃথকভাবে স্লাইট করে দেখিয়েছে। সেখানে অবশ্য উর্বশীর ছবি দুই বার দেখানো হয়। তবে এই বিষয়টিকে আগের অবহেলাকে সংশোধন করার প্রচেষ্টা বলে মনে করেন নেটিজেনরা।
এর আগে এই তেলেগু সিনেমাটি প্রকাশের পরপরই একটি গানে ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের দৃশ্য নিয়ে সমালোচনার মুখে পড়েন উর্বশী রাউটেলা। তাঁর সেই নাচকে ‘চরম অশ্লীল’ বলেও মন্তব্য করেন অনেকেই। তবে এতে অবশ্য প্রচারণা ও ব্যবসার দৌড়ে বেশ এগিয়েছে সিনেমাটি।
নেটিজেনদের অনেকেই বলছেন, পুরোটাই সিনেমার প্রচারের কৌশল। একটি নাচের মধ্য দিয়ে এক ধাক্কায় সিনেমা ১৫০ কোটিতে পৌঁছে গেছে। উর্বশী এখন ‘তুরুপের তাস’।
যে সিনেমার গানে নাচের দৃশ্য নিয়ে তীব্র সমালোচনার মুখে উর্বশী রাউটেলা, সেই সিনেমার পোস্টার থেকে বাদই গেলেন তিনি। যদিও নেটিজেনদের সমালোচনার মুখে আবার তাঁর একটি দৃশ্য যোগ করা হয়েছে। তেলেগু সিনেমার ‘ডাকু মহারাজ’ সিনেমায় এমন ঘটনাটি ঘটিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামীকাল শুক্রবার এই প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সিনেমাটির প্রচার পোস্টার থেকেই বাদ দেওয়া হয় উর্বশীকে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে—সিনেমার সম্প্রচারের আগে নেটফ্লিক্সে উর্বশী রাউটেলার দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে। এ দিকে এমন সিদ্ধান্তে নেটপাড়ায় চটেছেন রাউটেলার ভক্তরা।
নেটফ্লিক্স সিনেমাটি সম্প্রচারের ঘোষণা দেওয়ার পর প্রচারণা পোস্টারে দেখা গেছে কিছুটা অবাক করা দৃশ্য। পোস্টারে ববি দেউল, প্রজ্ঞা জেসওয়াল এবং শ্রদ্ধা শ্রীনাথের মতো অভিনেতাদের দেখানো হলেও, সিনেমায় উর্বশী রাউটেলার বড় চরিত্র থাকা সত্ত্বেও তিনি সেখানে নেই।
তবে, পরবর্তীতে নেটফ্লিক্স একটি সংশোধনী পদক্ষেপ নিয়েছে। সেটি হলো- প্রতিটি চরিত্রকে পৃথকভাবে স্লাইট করে দেখিয়েছে। সেখানে অবশ্য উর্বশীর ছবি দুই বার দেখানো হয়। তবে এই বিষয়টিকে আগের অবহেলাকে সংশোধন করার প্রচেষ্টা বলে মনে করেন নেটিজেনরা।
এর আগে এই তেলেগু সিনেমাটি প্রকাশের পরপরই একটি গানে ৬৪ বছর বয়সী অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের দৃশ্য নিয়ে সমালোচনার মুখে পড়েন উর্বশী রাউটেলা। তাঁর সেই নাচকে ‘চরম অশ্লীল’ বলেও মন্তব্য করেন অনেকেই। তবে এতে অবশ্য প্রচারণা ও ব্যবসার দৌড়ে বেশ এগিয়েছে সিনেমাটি।
নেটিজেনদের অনেকেই বলছেন, পুরোটাই সিনেমার প্রচারের কৌশল। একটি নাচের মধ্য দিয়ে এক ধাক্কায় সিনেমা ১৫০ কোটিতে পৌঁছে গেছে। উর্বশী এখন ‘তুরুপের তাস’।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
২১ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
২১ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
২১ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
২ দিন আগে