‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।
‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৮ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে