Ajker Patrika

ওটিটিতে মুক্তির আগেই পাইরেসির কবলে ‘আদিপুরুষ’

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭: ৩৩
ওটিটিতে মুক্তির আগেই পাইরেসির কবলে ‘আদিপুরুষ’

‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।

‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।

ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।

ওটিটিতে মুক্তির আগেই পাইরেসির কবলে ‘আদিপুরুষ’রমুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত