কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় এখন পর্যন্ত অনেক তারকাই যুক্ত হয়েছেন। রাহুলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন তাঁরা। এবার এ যাত্রায় যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা কমল হাসান আগামী ২৪ ডিসেম্বর ‘ভারত জোড়ো’ যাত্রায় সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেবেন।
অভিনেতা কাম রাজনীতিবিদ কমল হাসান আগামী সপ্তাহে দিল্লিতে গান্ধীর সঙ্গে হাঁটবেন। কমল হাসানের দল মাক্কল নিদি মায়াম থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দক্ষিণী সুপারস্টারকে স্বয়ং রাহুল গান্ধীই আমন্ত্রণ জানিয়েছেন।
ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে। প্রায় আট দিনের বিরতির পর এ পদযাত্রা বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানায় যাবে এবং পরের মাসে পাঞ্জাবে প্রবেশ করবে। এর পর যাবে জম্মু ও কাশ্মীর।
গত শুক্রবার পদযাত্রাটি ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে এখন পর্যন্ত কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানসহ আটটি রাজ্য ভ্রমণ করেছে।
যাত্রার ১০০ দিন উপলক্ষে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। এতে বলিউডের প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহান এবং অন্যরা পারফর্ম করেন। এটি একটি বড় অর্জন বলে মনে করছে কংগ্রেস।
এদিকে গত বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন রাজস্থানের সাওয়াই মাধোপুরে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় যোগ দেন।
এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর মধ্যপ্রদেশের উজ্জয়নে পদযাত্রায় অংশ নিয়েছিলেন। অলিম্পিক পদক বিজয়ী বক্সার এবং কংগ্রেস নেতা বিজেন্দর সিংও মধ্যপ্রদেশের যাত্রায় অংশ নেন।
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৬ ঘণ্টা আগে