Ajker Patrika

সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৫: ২৪
সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প

ঢাকা: দেবশ্রী মানেই ‘রক্তে লেখা’ সিনেমার ‘কলকাতার রসগোল্লা’। দেবশ্রী মানেই টালিউডের ড্যান্সিং কুইন। কলকাতার বাংলা সিনেমার একসময়ের সেরা নায়িকা দেবশ্রী রায়কে ঘিরে এখনো দর্শকদের উন্মাদনা ক্ষয়ে যায়নি। তবে গত দশ বছরে বড়পর্দায় তিনি ছিলেন একেবারেই অনুপস্থিত।

এ সময়ে এই চিরসুন্দরী নায়িকা দাপিয়ে বেড়িয়েছেন রাজনীতির মঞ্চ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, রাজনীতিতে আর মন নেই। অভিনয়ে ফিরতে চান। দেবশ্রী বলেন, ‘দশ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছায় অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’

দেবশ্রী। ছবি: সংগৃহীতবহু বছর পর তাই পর্দায় ফিরছেন দেবশ্রী রায়। তবে সিনেমা নয়, সিরিয়াল দিয়েই হচ্ছে তাঁর ফেরা। ব্লুজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত নতুন একটি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেবশ্রী রায় বলেন, ‘প্রস্তাবটা পেয়েছি। চরিত্র ভালো, গল্প ভালো, তাই রাজি হয়েছি। মে মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। এখন কাস্টিং ঠিক হচ্ছে। সম্ভবত মে মাসের শেষ থেকে শুটিং শুরু হবে। আশা করছি আবার মানুষকে আনন্দ দিতে পারব।’

মেগা ধারাবাহিকের গল্প কী? একবাক্যে বলছেন দেবশ্রী, ‘একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প।’

অনেক ক্ষেত্রে দেখা যায়, সিনেমার প্রথম সারির নায়িকারা সিরিয়ালে অভিনয় করতে চান না। এ প্রসঙ্গে দেবশ্রীর জবাব, ‘যখন নায়িকা ছিলাম তখনও দেনা পাওনা সিরিয়াল করেছি, মহাভারত করেছি। টিভি ক্যামেরা হোক বা সিনেমা, অভিনয়টাই আসল।’

ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি। এতে আরো অভিনয় করবেন মৌমিতা গুপ্ত, মনোজ ওঝার মতো তারকারা।

পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মাসেই দেবশ্রীর সিরিয়ালের প্রোমো প্রকাশ পাবে। মে মাসের শেষে শুরু হবে শুটিং। জুনে ধারাবাহিকের প্রচার শুরুর পরিকল্পনা করছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। তবে কোন চ্যানেলে দেখা যাবে, এখনো তা জানা যায়নি।

টিভি ধারাবাহিক দেবশ্রী রায়ের কাছে নতুন নয়। নয়ের দশকে দূরদর্শনের একাধিক টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘মহাভারত’ সিরিয়ালে সত্যবতীর চরিত্রে কাজ করেছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘সমর্পণ’ নামের হিন্দি সিরিয়ালেও দেখা গেছে ৫৮ বছর বয়সী এ অভিনেত্রীকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত