বিনোদন ডেস্ক
ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়্যালিটি শো এর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৪ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৮ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৮ ঘণ্টা আগে