Ajker Patrika

পা ভাঙল ননদের

পা ভাঙল ননদের

ঢাকা: যত কাজই থাকুক, সন্ধ্যা হলেই টিভির সামনে বসেন সিরিয়াল–ভক্তরা। ‘সিরিয়ালে দেখা হিরো–হিরোইন’ আর তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান নিজের জীবনের সঙ্গেই মিলিয়ে দেখেন দর্শক। তাঁদের পছন্দের একটি ধারাবাহিক ‘খড়কুটো’। জি বাংলায় প্রচার হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

 ‘খড়কুটো’র মুখ্য চরিত্র গুনগুন। এই চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তাঁর দুষ্টুমি আর পাগলামি ভীষণ পছন্দ করেন দর্শক। কিন্তু সেই ‘খড়কুটো’ পরিবারেই এবার এল দুঃসংবাদ।

দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের ‘চিনি’, মানে প্রিয়াংকা মিত্র। ‘খুড়কুটো’য় গুনগুনের ননদ তিনি। বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী প্রিয়াংকা। কোনোভাবেই শুটিংয়ে আসতে পারছেন না। ভাঙা পা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। চলাফেরা করছেন ক্রাচে ভর করে।

 সোশ্যাল মিডিয়ায় নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন প্রিয়াংকা। সঙ্গে সঙ্গেই ‘চিনি’ভক্তরা সমবেদনা জানিয়েছেন তাঁকে। সবাই প্রার্থনা করছেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারেন প্রিয়াংকা। পর্দার ননদের এই দুঃসংবাদে সমব্যথী তৃণা সাহা। লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বেবি’।

 প্রিয়াংকার এই দুর্ঘটনায় বিপাকে পড়েছে ‘খড়কুটো’ টিম। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকা খুব ভালো বার্তা দিচ্ছে না ‘খড়কুটো’কে। টিআরপির প্রথম দিকে কিছুতেই জায়গা হচ্ছে না ধারাবাহিকটির। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ‘খড়কুটো’।

দর্শকের অভিযোগ, এই ধারাবাহিকে প্রধান চরিত্র গুনগুন অনেক বেশি ন্যাকামি করছে। অনেকেই কেউ তাঁর ‘ন্যাকামি’ সহ্য করতে চাইছেন না। দাবি উঠছে অভিনেত্রী বদলের। এ নিয়ে ভীষণ চাপে আছেন চ্যানেল-নির্মাতা-প্রযোজক। এরই মধ্যে অন্যতম চরিত্র ‘চিনি’র অনুপস্থিতি নতুন করে বিপদ বাড়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত