ঢাকা: সময়টা খুবই ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর পর এত ঝলমলে সময় আসেনি হুমার ক্যারিয়ারে। এ মাসেই মুক্তি পেয়েছে তাঁর হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। এতে হুমা ‘জাস্টিস লিগ’ খ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের পরিচালনায় কাজ করেছেন। এতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সারভাইভার। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই মাসে মুক্তি পেল হুমার নতুন ওয়েব সিরিজ ‘মহারানি’।
ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ প্রকাশিত হয়েছে সিরিজটি। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশূন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু। লালুপ্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত বিহারের একটি আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেন তাঁকে।
স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছে আসল রাবড়ি দেবীর ‘হোয়াইটওয়াশ ভার্সন’। সিনেমা সমালোচক আর জে প্রদীপ বলেন, ‘এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।’
আর জে প্রদীপ বলেন, ‘তারা লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয়, তবে সিরিজ সম্পর্কে লালু ও রাবড়ি দেবীর ওপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনার দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনে নেই আবার ফিকশনে আছেন।’
হুমার ছবি এখন পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে ঘরে কথা হচ্ছে। হুমা বলেন, ‘আমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। অবশ্যই রাজনৈতিক ঘটনাবলির ক্ষেত্রে স্বাধীনভাবে গল্প বলা হয়েছে। সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? কিংবা “মোগল-এ-আজম”?’
সব সময় এমন চরিত্র করার সুযোগ আমি পাই না। রানী ভারতী চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসেবে শুরু করেন, যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছান, এই যুগেও আমাদের মধ্যে খুব কমজন তা আশা করতে পারি।
হুমা কুরেশি, ‘মহারানি’ অভিনেত্রী
ঢাকা: সময়টা খুবই ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর পর এত ঝলমলে সময় আসেনি হুমার ক্যারিয়ারে। এ মাসেই মুক্তি পেয়েছে তাঁর হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। এতে হুমা ‘জাস্টিস লিগ’ খ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের পরিচালনায় কাজ করেছেন। এতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সারভাইভার। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই মাসে মুক্তি পেল হুমার নতুন ওয়েব সিরিজ ‘মহারানি’।
ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ প্রকাশিত হয়েছে সিরিজটি। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশূন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু। লালুপ্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত বিহারের একটি আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেন তাঁকে।
স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছে আসল রাবড়ি দেবীর ‘হোয়াইটওয়াশ ভার্সন’। সিনেমা সমালোচক আর জে প্রদীপ বলেন, ‘এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।’
আর জে প্রদীপ বলেন, ‘তারা লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয়, তবে সিরিজ সম্পর্কে লালু ও রাবড়ি দেবীর ওপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনার দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনে নেই আবার ফিকশনে আছেন।’
হুমার ছবি এখন পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে ঘরে কথা হচ্ছে। হুমা বলেন, ‘আমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। অবশ্যই রাজনৈতিক ঘটনাবলির ক্ষেত্রে স্বাধীনভাবে গল্প বলা হয়েছে। সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? কিংবা “মোগল-এ-আজম”?’
সব সময় এমন চরিত্র করার সুযোগ আমি পাই না। রানী ভারতী চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসেবে শুরু করেন, যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছান, এই যুগেও আমাদের মধ্যে খুব কমজন তা আশা করতে পারি।
হুমা কুরেশি, ‘মহারানি’ অভিনেত্রী
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে