বিনোদন ডেস্ক
ঢাকা: সময়টা খুবই ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর পর এত ঝলমলে সময় আসেনি হুমার ক্যারিয়ারে। এ মাসেই মুক্তি পেয়েছে তাঁর হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। এতে হুমা ‘জাস্টিস লিগ’ খ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের পরিচালনায় কাজ করেছেন। এতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সারভাইভার। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই মাসে মুক্তি পেল হুমার নতুন ওয়েব সিরিজ ‘মহারানি’।
ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ প্রকাশিত হয়েছে সিরিজটি। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশূন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু। লালুপ্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত বিহারের একটি আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেন তাঁকে।
স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছে আসল রাবড়ি দেবীর ‘হোয়াইটওয়াশ ভার্সন’। সিনেমা সমালোচক আর জে প্রদীপ বলেন, ‘এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।’
আর জে প্রদীপ বলেন, ‘তারা লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয়, তবে সিরিজ সম্পর্কে লালু ও রাবড়ি দেবীর ওপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনার দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনে নেই আবার ফিকশনে আছেন।’
হুমার ছবি এখন পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে ঘরে কথা হচ্ছে। হুমা বলেন, ‘আমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। অবশ্যই রাজনৈতিক ঘটনাবলির ক্ষেত্রে স্বাধীনভাবে গল্প বলা হয়েছে। সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? কিংবা “মোগল-এ-আজম”?’
সব সময় এমন চরিত্র করার সুযোগ আমি পাই না। রানী ভারতী চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসেবে শুরু করেন, যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছান, এই যুগেও আমাদের মধ্যে খুব কমজন তা আশা করতে পারি।
হুমা কুরেশি, ‘মহারানি’ অভিনেত্রী
ঢাকা: সময়টা খুবই ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর পর এত ঝলমলে সময় আসেনি হুমার ক্যারিয়ারে। এ মাসেই মুক্তি পেয়েছে তাঁর হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। এতে হুমা ‘জাস্টিস লিগ’ খ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের পরিচালনায় কাজ করেছেন। এতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সারভাইভার। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই মাসে মুক্তি পেল হুমার নতুন ওয়েব সিরিজ ‘মহারানি’।
ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ প্রকাশিত হয়েছে সিরিজটি। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশূন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু। লালুপ্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত বিহারের একটি আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেন তাঁকে।
স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছে আসল রাবড়ি দেবীর ‘হোয়াইটওয়াশ ভার্সন’। সিনেমা সমালোচক আর জে প্রদীপ বলেন, ‘এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।’
আর জে প্রদীপ বলেন, ‘তারা লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয়, তবে সিরিজ সম্পর্কে লালু ও রাবড়ি দেবীর ওপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনার দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনে নেই আবার ফিকশনে আছেন।’
হুমার ছবি এখন পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে ঘরে কথা হচ্ছে। হুমা বলেন, ‘আমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। অবশ্যই রাজনৈতিক ঘটনাবলির ক্ষেত্রে স্বাধীনভাবে গল্প বলা হয়েছে। সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? কিংবা “মোগল-এ-আজম”?’
সব সময় এমন চরিত্র করার সুযোগ আমি পাই না। রানী ভারতী চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসেবে শুরু করেন, যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছান, এই যুগেও আমাদের মধ্যে খুব কমজন তা আশা করতে পারি।
হুমা কুরেশি, ‘মহারানি’ অভিনেত্রী
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২১ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩১ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৩ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে