Ajker Patrika

হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল অভিনেত্রী বৈভবীর

আপডেট : ২৪ মে ২০২৩, ১৭: ৫৪
হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল অভিনেত্রী বৈভবীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। আজ বুধবার সকালের দিকে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বৈভবীর মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনো তাঁর হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।

বৈভবীর সহ-অভিনেতা ও প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন যে ভীষণ অনিশ্চিত।’ 

বৈভবী উপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামজনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান বৈভবী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিক ছাড়া ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’, টিভি ধারাবাহিক ‘কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে দেখা গেছে বৈভবীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত