Ajker Patrika

খলনায়িকা থেকে নায়িকা দীপান্বিতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১২
খলনায়িকা থেকে নায়িকা দীপান্বিতা

‘সাঁঝের বাতি’ সিরিয়ালে খলনায়িকা হিসেবে অভিনয় শুরু হয়েছিল দীপান্বিতা রক্ষিতের। চুমকি চরিত্রে অভিনয় করে ভালোই জনপ্রিয় হয়েছেন তিনি। `সাঁঝের বাতি'র দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি দীপান্বিতা। বরং একদম ভোল পাল্টে নায়িকা হয়েই হাজির হচ্ছেন তিনি।

কলকাতার টিভি চ্যানেলগুলোতে এখন নতুন সিরিয়ালের রমরমা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘সর্বজয়া’, ‘উমা’, ‘আয় তবে সহচরী’র মতো ধারাবাহিক। এর মধ্যেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক নতুন সিরিয়ালের প্রোমো। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে খুকুমণির ভূমিকায় অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।

‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালে দীপান্বিতালকডাউনে অনেকেই শুরু করেছেন নিজের ব্যবসা। তেমনই এক সাধারণ মেয়ের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। খুকুমণি হোম ডেলিভারিতে দর্শক দেখতে পাবেন একটি নতুন জুটিকে। এতে দীপান্বিতার বিপরীতে থাকবেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের বোধি, অর্থাৎ রাহুল মজুমদার।

‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালে দীপান্বিতামাস কয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ভাগ্যলক্ষ্মী। তারপর থেকে ছোট পর্দা থেকে দূরেই ছিলেন রাহুল। এবার নতুন সিরিয়াল নিয়ে একই চ্যানেলে ফিরছেন রাহুল, সঙ্গী দীপান্বিতা। শোনা যাচ্ছে, এ মাসেই শুরু হবে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের শুটিং। পূজার পর শুরু হবে প্রচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত