বিনোদন প্রতিবেদক, ঢাকা
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
রিদম অব ইয়ুথ
বসুন্ধরা টগি ক্লাবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। কনসার্টটির আয়োজন করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান ও স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ.ডি। গেট খোলা হবে বেলা ২টায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা উপভোগ করতে পারবেন কনসার্টটি।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি। ২৬ বছরের সংগীত যাত্রায় এটি হতে যাচ্ছে অর্থহীনের প্রথম একক কনসার্ট।
জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই সিরিজ কনসার্ট। সিরিজের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টের মাধ্যমে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে, এটি গতানুগতিক কোনো কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। টিকিটের মূল্য ১ হাজার ২০০ (নিয়ন অ্যাকসেস পাস), ২ হাজার (ভিআইপি নেক্সাস পাস) ও ৫ হাজার ৫০০ টাকা (এলিট ওভাররাইড পাস)।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
রিদম অব ইয়ুথ
বসুন্ধরা টগি ক্লাবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। কনসার্টটির আয়োজন করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান ও স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ.ডি। গেট খোলা হবে বেলা ২টায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা উপভোগ করতে পারবেন কনসার্টটি।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি। ২৬ বছরের সংগীত যাত্রায় এটি হতে যাচ্ছে অর্থহীনের প্রথম একক কনসার্ট।
জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই সিরিজ কনসার্ট। সিরিজের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।
অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টের মাধ্যমে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে, এটি গতানুগতিক কোনো কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। টিকিটের মূল্য ১ হাজার ২০০ (নিয়ন অ্যাকসেস পাস), ২ হাজার (ভিআইপি নেক্সাস পাস) ও ৫ হাজার ৫০০ টাকা (এলিট ওভাররাইড পাস)।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৩৬ মিনিট আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৫ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৮ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৯ ঘণ্টা আগে