বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
২৩ মিনিট আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১১ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১১ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১১ ঘণ্টা আগে