Ajker Patrika

৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে সোলসের আনপ্লাগড কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সোলস ব্যান্ডের বর্তমান সদস্যরা। ছবি: সংগৃহীত
সোলস ব্যান্ডের বর্তমান সদস্যরা। ছবি: সংগৃহীত

সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে সেই চট্টগ্রামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলসের আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।

সোলসের আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গতকাল র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।

আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদ্‌যাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদ্‌যাপন।

২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়: https://mastercard.sslcommerz.com/souls50

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত