বিনোদন প্রতিবেদক, ঢাকা
সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে সেই চট্টগ্রামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলসের আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।
সোলসের আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদ্যাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদ্যাপন।
২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়: https://mastercard.sslcommerz.com/souls50।
সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে সেই চট্টগ্রামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলসের আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।
সোলসের আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদ্যাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদ্যাপন।
২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়: https://mastercard.sslcommerz.com/souls50।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১ ঘণ্টা আগে