Ajker Patrika

নারীদের পাশে থাকতে না পারেন, অসহযোগিতা করবেন না: সুমি

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬: ০৮
নারীদের পাশে থাকতে না পারেন, অসহযোগিতা করবেন না: সুমি

আন্তর্জাতিক নারী দিবস ও নারীপক্ষের ৪০ বছর পূর্তিকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘মোরা আকাশের মতো বাধাহীন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের এগিয়ে যাওয়া নিয়ে কথা হয় চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির সঙ্গে। আজকের পত্রিকার মাধ্যমে তিনি রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিভাবান ও মেধাবীদের পথে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।

সুমির কথায়, ‘রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি আহ্বান রাখব, প্রতিভাবান ও মেধাবীদের সাহস বা সহযোগিতা করতে না পারেন, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। দয়া করে অসহযোগিতার মাধ্যমে তাদের ক্ষতিটা করবেন না। প্রতিভাবান ও মেধাবীরা যেভাবেই হোক, নিজের জায়গাটা বের করে নেয়। তাই তাদের পাশে থাকতে না পারেন, অসহযোগিতা করবেন না।’

চিরকুট ব্যান্ডের সদস্যরাসুমি আরও বলেন, ‘সবারই এগিয়ে যেতে হবে, নারী-পুরুষনির্বিশেষে। তবে নারীদের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি থাকে। নিজের কাছের মানুষদের থেকেই প্রথম বাধাটা আসে, তাই মেয়েদের বলব ভেঙে পড়া যাবে না। মানসিকভাবে অনেক শক্ত থেকে এগিয়ে যেতে হবে। নিজের মর্যাদা ও সম্মানের জায়গা ধরে রাখা জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত