বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৬ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৭ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২০ ঘণ্টা আগে