আজ বন্ধু দিবস। এই দিনে বন্ধুত্বের গান নিয়ে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গানের নাম ‘চল বন্ধু চল’।
সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। ‘লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো’– এমন কথার গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ডাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসি–ঠাট্টা আর ফুর্তির মুডে শুনতে পারবে।’
চরকির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধু দিবস উপলক্ষে ‘নেটওয়ার্কের বাইরে’র এই গানটি শেয়ার করে প্রিয় বন্ধুকে ট্যাগ করলে নির্বাচিত পোস্টদাতা ও তাঁর বন্ধু পাবেন বিশেষ পুরস্কার।
বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। চার তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন– শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি। চরকিসূত্রে জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।
শুনুন বন্ধু দিবসের গান ‘চল বন্ধু চল’
আজ বন্ধু দিবস। এই দিনে বন্ধুত্বের গান নিয়ে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র প্রথম গান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গানের নাম ‘চল বন্ধু চল’।
সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। ‘লাগলে বলিস/ জায়গায় বসে আওয়াজ দিস/ কলিজাটা ছিঁড়ে তোকে দেবো’– এমন কথার গানে বন্ধুত্বের খুব সহজ অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান এখানে দরকার। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ডাইভে, বিচে বা ক্যাম্পাসে হাসি–ঠাট্টা আর ফুর্তির মুডে শুনতে পারবে।’
চরকির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধু দিবস উপলক্ষে ‘নেটওয়ার্কের বাইরে’র এই গানটি শেয়ার করে প্রিয় বন্ধুকে ট্যাগ করলে নির্বাচিত পোস্টদাতা ও তাঁর বন্ধু পাবেন বিশেষ পুরস্কার।
বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। চার তরুণের বন্ধুত্ব, একটি ট্যুর ও প্রেম, দ্বন্দ্ব ও পরিবার নিয়ে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন– শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষি। চরকিসূত্রে জানা গেছে, এ মাসেই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।
শুনুন বন্ধু দিবসের গান ‘চল বন্ধু চল’
অনেক দিন নতুন সিনেমা নেই বাপ্পী চৌধুরীর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খবর ছড়িয়েছে, সেখানেই স্থায়ী হচ্ছেন বাপ্পী। সিনেমায় আর দেখা যাবে না তাঁকে। ১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। তাঁকে নিয়ে তৈরি নানা গুঞ্জন সম্পর্কে জানতে তাঁর সঙ্গে কথা
৯ ঘণ্টা আগেএক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবের চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শাহাদ আমিন। এই নারী নির্মাতার হাত ধরে সৌদি সিনেমা পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০১৯ সালে প্রথম তাঁর নামটি ব্যাপকভাবে উচ্চারিত হয় ‘স্কেলস’ সিনেমার কল্যাণে। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য বানালেও স্কেলস ছিল তাঁর প্রথম সিনেমা।
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে আলোর মুখ দেখেছে আরও পাঁচ সিনেমা। আগামী শুক্রবারও আসছে নতুন সিনেমা। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কন্যা’ নামের সিনেমাটি।
৯ ঘণ্টা আগে