Ajker Patrika

ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে বিধ্বস্ত গাজার ছবি পোস্ট, সমালোচনার মুখে জাস্টিন বিবার

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ৩৬
ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে বিধ্বস্ত গাজার ছবি পোস্ট, সমালোচনার মুখে জাস্টিন বিবার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। চলমান এই সংঘাতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের পক্ষে সরব হয়েছেন শোবিজ তারকারা। এবার ইসরায়েলের জন্য সমর্থন জানিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন পপ তারকা জাস্টিন বিবার।

ইনস্টাগ্রামে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করে বিবার লিখেছিলেন, ‘ইসরায়েলের জন্য প্রার্থনা’, কিন্তু বিপত্তি বাধে পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে। ইসরায়েলের জন্য প্রার্থনার ছবিতে তিনি ব্যবহার করেছেন বিধ্বস্ত গাজার ছবি। এর পরই সমালোচনার মুখে পড়েন বিবার। এক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে একই বার্তা ছবি ছাড়া শেয়ার করেন এই পপ তারকা। পোস্টটি তাৎক্ষণিক সরিয়ে নিলেও ভক্তদের সমালোচনা হজম করতে হয়েছে বিবারকে।

ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করেন বিবারবিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’

এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’

পপ তারকা জাস্টিন বিবার। ছবি: সংগৃহীতফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০। আহত হয়েছে ৫ হাজার ৬০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত