Ajker Patrika

কে-পপ কারিনার প্রেমিক থাকবে কেন, বিশ্বাসঘাতকতা বলছে ভক্তরা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০: ১৭
কে-পপ কারিনার প্রেমিক থাকবে কেন, বিশ্বাসঘাতকতা বলছে ভক্তরা

গত সপ্তাহে খবর ছড়ায়—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার গায়িকা কারিনা প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা লি জে উকের সঙ্গে। কিন্তু এই খবরকে স্বাভাবিকভাবে নেয়নি তারকা গায়িকার ভক্তরা। শুধু তাই নয়, কারিনার এমন প্রেমিক থাকাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেয় তারা। 

বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার অ্যাজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—‘ভক্তদের দেওয়া ভালোবাসা—আপনার জন্য কি যথেষ্ট নয়?’ 

অবশেষে এক সপ্তাহের নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী পপ গায়িকাও। আজ বুধবার বিবিসি জানিয়েছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেছেন অ্যাসপা গায়িকা। এই চিঠিতে তিনি ভক্তদের ‘হৃদয়ের ক্ষত নিরাময়ের’ প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের এমন অবাক করে দেওয়ার জন্য ক্ষমা চাই।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই। 

২০২০ সালের অক্টোবরে অ্যাসপা ব্যান্ডে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন কারিনা। এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান তিনি। গত বছর তাদের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ ২১ লাখ কপি বিক্রি করেছেন শুধু দক্ষিণ কোরিয়ায়। 

অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের অ্যাজেন্সিই স্বীকার করে যে, তাঁরা প্রেম করছেন। 

ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তাঁরা। 

প্রথম দেখাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল ডিসপ্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত