বিনোদন ডেস্ক
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৭ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৯ ঘণ্টা আগে