বিনোদন ডেস্ক
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে