Ajker Patrika

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে সুমনার গান

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে সুমনার গান

জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।

ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।

ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।

শেখ ফারজানা তাসনিম সুমনাইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’

নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত