বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।
ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।
ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।
ইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’
নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’
‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।
ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।
ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।
ইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’
নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’
‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কত স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের! থাকে কত প্রস্তুতি! অনুষ্ঠানে অংশ নিতে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিশেষ গাউন ও গয়না তৈরির কাজ। আর যদি এটা হয় অস্কারের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, তাহলে তো ঘুমই উড়ে যায় তারকাদের!...
২৯ মিনিট আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
১১ ঘণ্টা আগেধর্ষণের বিচারের দাবিতে এফডিসির মূল গেটের বাইরে আজ মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অন্যদিকে, আগামীকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করবে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেপাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন।
১৭ ঘণ্টা আগে