ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
হেমন্তের সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়ায় হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে মেলা অঙ্গন। মনোমুগ্ধকর লালনসংগীত পরিবেশনা উপভোগ করতে লালনপ্রেমিরা মেলায় ভিড় করেন। মানিকগঞ্জের ঘিওরে লালন সন্ধ্যায় সুরের মূর্ছনা উপভোগ করলেন হাজারো দর্শক শ্রোতা।
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেত বসনধারী শিল্পীরা গাইছেন— ‘শুনিলে প্রাণ চমকে ওঠে...’, ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/সর্বসাধন সিদ্ধ হয় তার।’ চারদিকে উৎসুক দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি।
ঘিওর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরিফে ৪৫তম খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার শেষ দিন শনিবার আয়োজিত লালন সন্ধ্যায় এমন দৃশ্যই দেখা গেল।
এতে গান পরিবেশন করেন কুষ্টিয়ার সমির বাউল, সোহানা বাউল, বাউল অঞ্জলী ঘোষ দুর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউলসহ একঝাঁক তরুণ লালন সংগীতশিল্পী।
লালন শাহর একের পর জনপ্রিয় আর হৃদয়স্পর্শী গান উপভোগ করলেন হাজারো ভক্ত-অনুরাগী। সন্ধ্যায় এ গানের আসর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনের গান। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন শত শত নারী-পুরুষ।
এদিন লালন সন্ধ্যার উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
হেমন্তের সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়ায় হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে মেলা অঙ্গন। মনোমুগ্ধকর লালনসংগীত পরিবেশনা উপভোগ করতে লালনপ্রেমিরা মেলায় ভিড় করেন। মানিকগঞ্জের ঘিওরে লালন সন্ধ্যায় সুরের মূর্ছনা উপভোগ করলেন হাজারো দর্শক শ্রোতা।
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেত বসনধারী শিল্পীরা গাইছেন— ‘শুনিলে প্রাণ চমকে ওঠে...’, ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/সর্বসাধন সিদ্ধ হয় তার।’ চারদিকে উৎসুক দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি।
ঘিওর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরিফে ৪৫তম খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার শেষ দিন শনিবার আয়োজিত লালন সন্ধ্যায় এমন দৃশ্যই দেখা গেল।
এতে গান পরিবেশন করেন কুষ্টিয়ার সমির বাউল, সোহানা বাউল, বাউল অঞ্জলী ঘোষ দুর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউলসহ একঝাঁক তরুণ লালন সংগীতশিল্পী।
লালন শাহর একের পর জনপ্রিয় আর হৃদয়স্পর্শী গান উপভোগ করলেন হাজারো ভক্ত-অনুরাগী। সন্ধ্যায় এ গানের আসর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনের গান। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন শত শত নারী-পুরুষ।
এদিন লালন সন্ধ্যার উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৩ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে