ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অস্কারজয়ী সংগীত শিল্পী এআর রহমান ও তাঁর স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এআর রহমান তাঁর স্ত্রীকে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করছেন। বলাবাহুল্য তাঁর স্ত্রী ভালো তামিল বলতে পারেন না। সেই মঞ্চেই এআর রহমানের কণ্ঠের প্রেমে পড়ার কথা জানান সায়রা বানু।
সম্প্রতি চেন্নাইতে সায়রা বানুর সঙ্গে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এআর রহমান।
পুরস্কারের ক্রেস্টটি স্ত্রীর হাতে দিয়ে এআর রহমান বলেন, ‘আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। সে (সায়রা বানু) বারবার বাজায় এবং দেখে। কারণ ও আমার কণ্ঠ ভালোবাসে।’
হোস্ট তখন সায়রাকে কথা বলার জন্য অনুরোধ করেন। সায়রা বানু তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলতে মাইক্রোফোন হাতে নেন। এর মধ্যে তাঁকে খোঁচা দেন এআর রহমান। তিনি স্ত্রীকে হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করেন।
সায়রা তখন চোখ বন্ধ করে লাজুক মুখে বলেন, ‘ওহ মাই গড।’ দর্শকেরা বুঝে ফেলেন। সবাই হেসে হাততালি দেন। এবার সায়রা বলেন, ‘সবাইকে শুভ সন্ধ্যা। দুঃখিত, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আমি খুব খুব খুশি এবং আবেগাপ্লুত, কারণ তার (এআর রহমান) কণ্ঠ আমার প্রিয়। আমি তার কণ্ঠের প্রেমে পড়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি।’
এআর রহমান ও সায়রা বানু বিয়ে করেন ১৯৯৫ সালে। তাঁদের তিন সন্তান—খাতিজা, রহিমা ও আমীন।
ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অস্কারজয়ী সংগীত শিল্পী এআর রহমান ও তাঁর স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এআর রহমান তাঁর স্ত্রীকে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করছেন। বলাবাহুল্য তাঁর স্ত্রী ভালো তামিল বলতে পারেন না। সেই মঞ্চেই এআর রহমানের কণ্ঠের প্রেমে পড়ার কথা জানান সায়রা বানু।
সম্প্রতি চেন্নাইতে সায়রা বানুর সঙ্গে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এআর রহমান।
পুরস্কারের ক্রেস্টটি স্ত্রীর হাতে দিয়ে এআর রহমান বলেন, ‘আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। সে (সায়রা বানু) বারবার বাজায় এবং দেখে। কারণ ও আমার কণ্ঠ ভালোবাসে।’
হোস্ট তখন সায়রাকে কথা বলার জন্য অনুরোধ করেন। সায়রা বানু তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলতে মাইক্রোফোন হাতে নেন। এর মধ্যে তাঁকে খোঁচা দেন এআর রহমান। তিনি স্ত্রীকে হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করেন।
সায়রা তখন চোখ বন্ধ করে লাজুক মুখে বলেন, ‘ওহ মাই গড।’ দর্শকেরা বুঝে ফেলেন। সবাই হেসে হাততালি দেন। এবার সায়রা বলেন, ‘সবাইকে শুভ সন্ধ্যা। দুঃখিত, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আমি খুব খুব খুশি এবং আবেগাপ্লুত, কারণ তার (এআর রহমান) কণ্ঠ আমার প্রিয়। আমি তার কণ্ঠের প্রেমে পড়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি।’
এআর রহমান ও সায়রা বানু বিয়ে করেন ১৯৯৫ সালে। তাঁদের তিন সন্তান—খাতিজা, রহিমা ও আমীন।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪১ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৪ ঘণ্টা আগে