মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। অবশেষে ১৫ দিন পর ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। সেই সঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামি বিজয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক অবস্থার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের দিনক্ষণ জানিয়েছেন তিনি।
ম্যাডোনা লিখেছেন, ‘আপনাদের ইতিবাচক শক্তি ও প্রার্থনা আমাকে সুস্থ করে তুলেছে, এর জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমাকে নিয়ে আপনাদের প্রার্থনার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
পোস্টে ম্যাডোনা জানিয়েছেন, হাসপাতালে প্রথম যখন তাঁর চেতনা ফেরে, সবার আগে সন্তানদের নিয়ে চিন্তা শুরু হয় তাঁর। আর দ্বিতীয় চিন্তাতেই ছিলেন সেই সব মানুষ, যাঁরা তাঁর ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট দেখতে টিকিট কেটেছেন। ম্যাডোনা লিখেছেন, ‘টিকিট কিনেছেন এমন কাউকে আমি হতাশ করতে চাই না। গত কয়েক মাস ধরে যাঁরা আমার শোয়ের জন্য, আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদেরও আমি হতাশ করতে চাই না।’
যত তাড়াতাড়ি সম্ভব ভক্তদের মাঝে গান নিয়ে ফিরতে চান ম্যাডোনা। তাই সুস্থ হওয়ার দিকেই তাঁর প্রধান মনোযোগ। তাঁর কথায় ‘এখন আমার মনোযোগ আমার শরীর ও সুস্বাস্থ্যের দিকে । আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্যে ফিরে আসব।’
পোস্টে ম্যাডোনা আরও জানান, সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।
গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার প্রথম খবর প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। তিনি জানিয়েছিলেন, বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তাঁর চেতনা ফেরানো হয়। অবস্থা বেগতিক হওয়ায় পপ তারকাকে নিউইয়র্ক সিটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তখন ম্যাডোনাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন, ব্যাকটেরিয়ার মারাত্মক সংক্রমণ হয়েছে তাঁর শরীরে।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ম্যাডোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে। কিন্তু বাড়ি ফেরার পর ম্যাডোনার বমির মাত্রা বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে ভাবা হয়েছিল ফের হাসপাতালে পাঠানো হবে শিল্পীকে। কিন্তু শেষমেশ সামলে ওঠায় বাড়িতে থেকেই ম্যাডোনা চিকিৎসা নেন বলে জানান ওসেরি।
ম্যাডোনার টানা পরিশ্রমের মূল কারণ ছিল তাঁর ওয়ার্ল্ড ট্যুর, যা কানাডার ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গান গাওয়ার কথা ম্যাডোনার।
মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। অবশেষে ১৫ দিন পর ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। সেই সঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামি বিজয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক অবস্থার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের দিনক্ষণ জানিয়েছেন তিনি।
ম্যাডোনা লিখেছেন, ‘আপনাদের ইতিবাচক শক্তি ও প্রার্থনা আমাকে সুস্থ করে তুলেছে, এর জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমাকে নিয়ে আপনাদের প্রার্থনার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
পোস্টে ম্যাডোনা জানিয়েছেন, হাসপাতালে প্রথম যখন তাঁর চেতনা ফেরে, সবার আগে সন্তানদের নিয়ে চিন্তা শুরু হয় তাঁর। আর দ্বিতীয় চিন্তাতেই ছিলেন সেই সব মানুষ, যাঁরা তাঁর ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট দেখতে টিকিট কেটেছেন। ম্যাডোনা লিখেছেন, ‘টিকিট কিনেছেন এমন কাউকে আমি হতাশ করতে চাই না। গত কয়েক মাস ধরে যাঁরা আমার শোয়ের জন্য, আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদেরও আমি হতাশ করতে চাই না।’
যত তাড়াতাড়ি সম্ভব ভক্তদের মাঝে গান নিয়ে ফিরতে চান ম্যাডোনা। তাই সুস্থ হওয়ার দিকেই তাঁর প্রধান মনোযোগ। তাঁর কথায় ‘এখন আমার মনোযোগ আমার শরীর ও সুস্বাস্থ্যের দিকে । আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্যে ফিরে আসব।’
পোস্টে ম্যাডোনা আরও জানান, সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।
গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার প্রথম খবর প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। তিনি জানিয়েছিলেন, বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তাঁর চেতনা ফেরানো হয়। অবস্থা বেগতিক হওয়ায় পপ তারকাকে নিউইয়র্ক সিটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তখন ম্যাডোনাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন, ব্যাকটেরিয়ার মারাত্মক সংক্রমণ হয়েছে তাঁর শরীরে।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ম্যাডোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে। কিন্তু বাড়ি ফেরার পর ম্যাডোনার বমির মাত্রা বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে ভাবা হয়েছিল ফের হাসপাতালে পাঠানো হবে শিল্পীকে। কিন্তু শেষমেশ সামলে ওঠায় বাড়িতে থেকেই ম্যাডোনা চিকিৎসা নেন বলে জানান ওসেরি।
ম্যাডোনার টানা পরিশ্রমের মূল কারণ ছিল তাঁর ওয়ার্ল্ড ট্যুর, যা কানাডার ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গান গাওয়ার কথা ম্যাডোনার।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
২ ঘণ্টা আগে