Ajker Patrika

সুস্থ হয়ে উঠছি, শিগগিরই মঞ্চে ফিরতে চাই: ম্যাডোনা

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫: ৪৯
সুস্থ হয়ে উঠছি, শিগগিরই মঞ্চে ফিরতে চাই: ম্যাডোনা

মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। অবশেষে ১৫ দিন পর ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। সেই সঙ্গে স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

ভক্তদের প্রতি ‘ভালোবাসা-কৃতজ্ঞতা’ জানিয়ে গ্র্যামি বিজয়ী ম্যাডোনা একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে নিজের শারীরিক অবস্থার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরের দিনক্ষণ জানিয়েছেন তিনি।

ম্যাডোনা লিখেছেন, ‘আপনাদের ইতিবাচক শক্তি ও প্রার্থনা আমাকে সুস্থ করে তুলেছে, এর জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অনুভব করেছি। আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমাকে নিয়ে আপনাদের প্রার্থনার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

পোস্টে ম্যাডোনা জানিয়েছেন, হাসপাতালে প্রথম যখন তাঁর চেতনা ফেরে, সবার আগে সন্তানদের নিয়ে চিন্তা শুরু হয় তাঁর। আর দ্বিতীয় চিন্তাতেই ছিলেন সেই সব মানুষ, যাঁরা তাঁর ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট দেখতে টিকিট কেটেছেন। ম্যাডোনা লিখেছেন, ‘টিকিট কিনেছেন এমন কাউকে আমি হতাশ করতে চাই না। গত কয়েক মাস ধরে যাঁরা আমার শোয়ের জন্য, আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদেরও আমি হতাশ করতে চাই না।’

যত তাড়াতাড়ি সম্ভব ভক্তদের মাঝে গান নিয়ে ফিরতে চান ম্যাডোনা। তাই সুস্থ হওয়ার দিকেই তাঁর প্রধান মনোযোগ। তাঁর কথায় ‘এখন আমার মনোযোগ আমার শরীর ও সুস্বাস্থ্যের দিকে । আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্যে ফিরে আসব।’

পোস্টে ম্যাডোনা আরও জানান, সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার প্রথম খবর প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। তিনি জানিয়েছিলেন, বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তাঁর চেতনা ফেরানো হয়। অবস্থা বেগতিক হওয়ায় পপ তারকাকে নিউইয়র্ক সিটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তখন ম্যাডোনাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন, ব্যাকটেরিয়ার মারাত্মক সংক্রমণ হয়েছে তাঁর শরীরে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ম্যাডোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলে। কিন্তু বাড়ি ফেরার পর ম্যাডোনার বমির মাত্রা বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে ভাবা হয়েছিল ফের হাসপাতালে পাঠানো হবে শিল্পীকে। কিন্তু শেষমেশ সামলে ওঠায় বাড়িতে থেকেই ম্যাডোনা চিকিৎসা নেন বলে জানান ওসেরি।

ম্যাডোনার টানা পরিশ্রমের মূল কারণ ছিল তাঁর ওয়ার্ল্ড ট্যুর, যা কানাডার ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গান গাওয়ার কথা ম্যাডোনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত