Ajker Patrika

ব্র্যাড পিট ‘ভয়ংকর’ মানুষ: ছেলে প্যাক্সের পুরোনো পোস্ট ভাইরাল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৬: ১৮
ব্র্যাড পিট ‘ভয়ংকর’ মানুষ: ছেলে প্যাক্সের পুরোনো পোস্ট ভাইরাল

হলিউডের একসময়কার প্রভাবশালী তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছেলে প্যাক্স জোলি-পিটের পুরোনো এক ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে বাবা ব্র্যাড পিটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছিল। সেখানে ব্র্যাড পিটকে ‘ভয়ংকর’ মানুষ বলেছিল প্যাক্স।

২০২০ সালের সেই ইনস্টাগ্রাম পোস্টে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্র্যাড পিটের উদ্দেশে প্যাক্স লেখেন, ‘আপনাকে দেখে ভয়ে কাঁপতে থাকা চারটি ছোট সন্তানের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই। আপনি কখনই বুঝতে পারবেন না, আমাদের পরিবারের কী ক্ষতি করেছেন আপনি, কারণ বোঝার ক্ষমতা আপনার নেই।’

পোস্টে আরও লেখা ছিল, ‘আপনি আমার কাছের মানুষদের জীবনকে নরক বানিয়ে দিয়েছেন। আপনি পৃথিবীকে যা খুশি বলতে পারেন, কিন্তু সত্য একসময় প্রকাশ্যে আসবেই।’

অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জিম্মা নিয়ে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে সাত বছরের আইনি লড়াই চলছে।

জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ব্রাঞ্জেলিনা নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েনকে সন্তান হিসেবে দত্তক নেন। এপ্রিল ২০১২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

২০২১ সালে আদালতে পিটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও আনেন। আদালতকে তিনি বলেন, প্রায়ই বাড়ি ফিরে পিট তাঁকে পেটাতেন। আর এসব ঘটত সন্তানদের সামনেই। এ বিষয়ে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এমনকি ম্যাডক্স তার নাম ‘ম্যাডক্স জোলি পিট’ থেকে ‘পিট’ বাদ দিয়েছে। কোথাও সে ‘পিট’ লেখে না। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত