এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদের এক মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। একই দিন মুক্তি পাচ্ছে হলিউডের ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমা দুটি।
অন্যদিন
নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা অন্যদিন। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের হলে মুক্তি দেওয়া যায়নি অন্যদিন। নানা জটিলতা পেরিয়ে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এই স্টিমারে রয়েছে নানা বয়স ও শ্রেণির যাত্রী। রয়েছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।
সুপারম্যান
মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় আনছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, নতুন সিনেমায় সুপারম্যান, অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা রয়েছে এতে। সুপারম্যান সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।
কারাতে কিড: লিজেন্ডস
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কারাতে কিড’ সিনেমার সিকুয়েল ‘কারাতে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। গত ৩০ মে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯২ মিলিয়ন ডলার।
কোরবানির ঈদের এক মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। একই দিন মুক্তি পাচ্ছে হলিউডের ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমা দুটি।
অন্যদিন
নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা অন্যদিন। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের হলে মুক্তি দেওয়া যায়নি অন্যদিন। নানা জটিলতা পেরিয়ে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এই স্টিমারে রয়েছে নানা বয়স ও শ্রেণির যাত্রী। রয়েছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।
সুপারম্যান
মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় আনছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, নতুন সিনেমায় সুপারম্যান, অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা রয়েছে এতে। সুপারম্যান সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।
কারাতে কিড: লিজেন্ডস
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কারাতে কিড’ সিনেমার সিকুয়েল ‘কারাতে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। গত ৩০ মে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯২ মিলিয়ন ডলার।
গুলাম সিনেমার তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাঁকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগেজয়া বললেন, ‘কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।’
৫ ঘণ্টা আগেশুরু থেকেই বারবার রাজনৈতিক বিরোধিতার শিকার হয়েছে সিনেমাটি। এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব ৯৫। তবে বারবার সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির ভবিষ্যত।
৬ ঘণ্টা আগেগত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলো
৭ ঘণ্টা আগে