হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৪ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৫ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৮ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৭ ঘণ্টা আগে