Ajker Patrika

চার দিন ধরে নিখোঁজ, জঙ্গলে গাড়ির পাশে পড়ে ছিল অভিনেতার মরদেহ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২: ৩৩
চার দিন ধরে নিখোঁজ, জঙ্গলে গাড়ির পাশে পড়ে ছিল অভিনেতার মরদেহ

চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গেছে প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’ তারকা কোল ব্রিংস প্লেন্টির। তবে জীবিত নয়, উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। মাত্র ২৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। পারিবারিক সহিংসতার এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লরেন্স পুলিশ।

বিবিসি জানিয়েছে, একজন নারী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পর সেখান থেকে প্রাণপণে ছুটে পালাতে দেখা যায় অভিনেতা ব্রিংস প্লেন্টিকে। এরপর থেকেই তাঁর খোঁজে ছিল পুলিশ। সবশেষ ট্র্যাফিক ক্যামেরায় অভিনেতাকে ঘটনার পরপরই শহর ছেড়ে দক্ষিণমুখী ৫৯ হাইওয়েতে দেখা যায়। জনসন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছিল, তাঁকে কেউ কোথাও দেখতে পেলে যেন খবর দেয়।

পরিবারও তাঁর খোঁজ করছিল। নিখোঁজের পর থেকেই অভিনেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে গতকাল শনিবার জঙ্গলের মধ্যে গাড়ির পাশে মরদেহ উদ্ধার হয়।

অভিনেতা কোল ব্রিংস প্লেন্টি। ছবি: এএফপিপ্লেন্টির মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছে তাঁর পরিবার। অভিনেতার বাবার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর আমাদের সাথে নেই, তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকগ্রস্ত। যাঁরা কোলের জন্য প্রার্থনা করছেন, তাঁদের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

কোল ব্রিংস প্লেন্টি আমেরিকান ওয়েস্টার্ন ড্রামা টিভি সিরিজ ‘১৯২৩’-এ পিট প্লেন্টি ক্লাউডস চরিত্রে অভিনয় করেছিলেন, এটি হিট প্যারামাউন্ট সিরিজ ইয়েলোস্টোনের একটি প্রিক্যুয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত