বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
বাবা-মেয়ের সম্পর্কটা বিশেষ। মানুষ তার অভিজ্ঞতা থেকেই এটা জানে। আর এখন তো ইন্টারনেটে অসংখ্য ভিডিওতে সেই প্রমাণ হাতেনাতেই পাওয়া যাচ্ছে। এমন একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই শিশুকন্যা তাঁকে বড়দিনের মেকআপে সাজাচ্ছে।
রক ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা জেসমিন ও টিয়ানা রককে পরিয়ে দিয়েছে সোনালি পরচুলা, একপাশে নীল এবং আরেক পাশে লাল রং করা। তিনি সোফায় বসে আছেন। দুই মায়ে গায়ের ওপর পড়ে মুখে মেকআপ লাগিয়ে দিচ্ছে। রক মেয়েকে কীভাবে মেকআপ করতে হয় তা জিজ্ঞেস করছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াও। এখানে এত জোরে টিপতে হবে?’ বড় মেয়ে জেসমিন জবাবে বলছে, ‘হ্যাঁ, এভাবে মেকআপ করতে হয়।’
পরে রককে বলতে শোনা যায়, ‘আমাকে কি দারুণ লাগছে? কথা দিচ্ছি, আমি চুপচাপ থাকব।’ ছোট মেয়ে টিয়ানা তাকে বলে, ‘হুম, তোমাকে সুন্দর দেখাচ্ছে।’
ভিডিওটির ক্যাপশনে রক লিখেছেন, ‘সাত সকালে আমার দুই টর্নেডোকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। সকাল ৮টার মধ্যে তারা বড়দিনের আগে দাওয়ান্তা ক্লজকে (শান্তা ক্লজ!) একটি মেকওভার দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। আমি এখনো নিজেকে আয়নায় দেখিনি। তবে এখন যেমনটি অনুভব করছি তেমনটাই সুন্দর যদি দেখায় তাহলে আমি শিশুদের মন জয় করতে পেরেছি।’
শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত ভিডিও ক্লিপটি ৬ কোটি ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে, লাইক পড়েছে ৬১ লাখের বেশি।
নেটিজেনরা ভিডিওটি বেশ উপভোগ করছেন। অনেকে বলছেন—‘ওরা তো খুব মিষ্টি!’ , ‘বিশ্বের সেরা অনুভূতি! উপভোগ করুন।’ , ‘আপনি রক বা যেই হোন না কেন, আপনি প্রথমে একজন বাবা।’
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৭ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৯ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৯ ঘণ্টা আগে