যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।
যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
২ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে