বিনোদন ডেস্ক
যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।
যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।
আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।
প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।
দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।
তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।
সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৪ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪৩ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে