বিনোদন ডেস্ক
অনেক বছর ধরে একটি বিশেষ নিয়ম মেনে চলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেটা হলো, কাজের সময়ের বাইরে পেশাগত জীবনটা দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। এমনকি, তখন কোনো ভক্তের সঙ্গেও ছবি তোলেন না। ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে জানিয়েছেন, কাজ ছাড়া বাকিটা সময় ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি। যখন কোনো শুটিং সেট কিংবা অনুষ্ঠানের বাইরে থাকেন, তখন ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলতে এলেও ‘না’ করে দেন।
স্কারলেট জোহানসন বলেন, ‘ভক্তদের সঙ্গে ছবি তুলছি না মানে কিন্তু এটা নয় যে আমি অকৃতজ্ঞ কিংবা ভক্তদের উপস্থিতিতে খুশি নই। হয়তো আমি কোথাও কিছু কিনছি, তখন কেউ ছবি তুলতে বা কথা বলতে এলে বিনয়ের সঙ্গে বলে দিই, ‘‘আমি এখন কাজ করছি না’’। এর মানে হলো, ওই মুহূর্তে আমি তাঁদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছি না। ওই সময়টা আমার ব্যক্তিগত সময়।’
পেশাগত ও ব্যক্তিগত জীবনের মাঝে এমন কঠিন সীমারেখা বাঁধতে খুব কম শিল্পীই পারেন। যেমনটা পেরেছেন দুইবার অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি জানান, তারকাদের সব সময় সেজেগুজে থাকতে হয়। আত্মসচেতন থাকতে হয়। তবে কাজের সময়ের বাইরে তারকাসুলভ যাপন করতে চান না। ওই সময়টা নিজের চিন্তায় ডুবে থাকেন। তাঁর অভ্যাস অনেককে খুব বিরক্ত করে। অনেকে হতাশ হয়। তবে তাঁকে নিয়ে কে কী ভাবল, সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন অভিনেত্রী।
রায়ান রেনল্ডস ও রোমেন ডাউরিয়াকের সঙ্গে বিচ্ছেদের পর ২০২০ সালে কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। ‘সাটারডে নাইট লাইভ’ ও ‘উইকেন্ড আপডেট’ নামে দুটি কমেডি শো উপস্থাপনা করেন কলিন। দুই সন্তানের জননী স্কারলেট। তিনি বলেন, ‘আমার পরিবার আমার কাছে খুবই মূল্যবান। আমার সন্তানদের গোপনীয়তাও আমার কাছে জরুরি।’
স্কারলেট জোহানসন আরও বলেন, ‘তারকা হওয়ার, বিখ্যাত হয়ে ওঠার ব্যাপারটা খুবই মজার। কিন্তু এটার একটা সীমারেখা টানার দরকার আছে। নাহলে আপনার ব্যক্তিগত জীবনে বিরাট ক্ষতির মুখে পড়বে। পেশাগত জীবন থেকে ব্যক্তিজীবন আলাদা রাখা এ সিদ্ধান্ত আমি নিয়েছি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য। অনেক বছর ধরেই এটি মেনে চলছি।’
অনেক বছর ধরে একটি বিশেষ নিয়ম মেনে চলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সেটা হলো, কাজের সময়ের বাইরে পেশাগত জীবনটা দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। এমনকি, তখন কোনো ভক্তের সঙ্গেও ছবি তোলেন না। ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাইল ম্যাগাজিনকে জানিয়েছেন, কাজ ছাড়া বাকিটা সময় ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি। যখন কোনো শুটিং সেট কিংবা অনুষ্ঠানের বাইরে থাকেন, তখন ভক্তরা তাঁর সঙ্গে ছবি তুলতে এলেও ‘না’ করে দেন।
স্কারলেট জোহানসন বলেন, ‘ভক্তদের সঙ্গে ছবি তুলছি না মানে কিন্তু এটা নয় যে আমি অকৃতজ্ঞ কিংবা ভক্তদের উপস্থিতিতে খুশি নই। হয়তো আমি কোথাও কিছু কিনছি, তখন কেউ ছবি তুলতে বা কথা বলতে এলে বিনয়ের সঙ্গে বলে দিই, ‘‘আমি এখন কাজ করছি না’’। এর মানে হলো, ওই মুহূর্তে আমি তাঁদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছি না। ওই সময়টা আমার ব্যক্তিগত সময়।’
পেশাগত ও ব্যক্তিগত জীবনের মাঝে এমন কঠিন সীমারেখা বাঁধতে খুব কম শিল্পীই পারেন। যেমনটা পেরেছেন দুইবার অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জোহানসন। তিনি জানান, তারকাদের সব সময় সেজেগুজে থাকতে হয়। আত্মসচেতন থাকতে হয়। তবে কাজের সময়ের বাইরে তারকাসুলভ যাপন করতে চান না। ওই সময়টা নিজের চিন্তায় ডুবে থাকেন। তাঁর অভ্যাস অনেককে খুব বিরক্ত করে। অনেকে হতাশ হয়। তবে তাঁকে নিয়ে কে কী ভাবল, সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন অভিনেত্রী।
রায়ান রেনল্ডস ও রোমেন ডাউরিয়াকের সঙ্গে বিচ্ছেদের পর ২০২০ সালে কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। ‘সাটারডে নাইট লাইভ’ ও ‘উইকেন্ড আপডেট’ নামে দুটি কমেডি শো উপস্থাপনা করেন কলিন। দুই সন্তানের জননী স্কারলেট। তিনি বলেন, ‘আমার পরিবার আমার কাছে খুবই মূল্যবান। আমার সন্তানদের গোপনীয়তাও আমার কাছে জরুরি।’
স্কারলেট জোহানসন আরও বলেন, ‘তারকা হওয়ার, বিখ্যাত হয়ে ওঠার ব্যাপারটা খুবই মজার। কিন্তু এটার একটা সীমারেখা টানার দরকার আছে। নাহলে আপনার ব্যক্তিগত জীবনে বিরাট ক্ষতির মুখে পড়বে। পেশাগত জীবন থেকে ব্যক্তিজীবন আলাদা রাখা এ সিদ্ধান্ত আমি নিয়েছি আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য। অনেক বছর ধরেই এটি মেনে চলছি।’
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান গতকাল রোববার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে সায়রা বানু ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তাঁকে যেন ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!
৪ ঘণ্টা আগেদেশে কমছে কনসার্ট, বিপরীতে বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্টের সংখ্যা। রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। রোজার আগেও কনসার্টপ্রেমীদের জন্য সময়টা ভালো যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও...
৫ ঘণ্টা আগেম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা যায় বিদেশি নাগরিকদের। তাঁদের মুখে শোনা যায় বাংলা ভাষার সংলাপ। বাংলাদেশের গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করেন তাঁরা। তুলে ধরেন আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। দীর্ঘ দুই যুগ ধরে প্রতি..
৫ ঘণ্টা আগে‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। হৃতিক রোশনের ভক্তরা তাকিয়ে আছেন, কবে আসবে কৃষের নতুন সিনেমা! নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ফোর’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে...
৫ ঘণ্টা আগে