Ajker Patrika

ওটিটিতে ‘এশা মার্ডার’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘এশা মার্ডার’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
‘এশা মার্ডার’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২৪ জুলাই ওটিটিতে মুক্তির কথা ছিল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মুক্তি স্থগিত করা হয় সিনেমাটির। আজ সোমবার ফেসবুকে এশা মার্ডারের নতুন মুক্তির তারিখ জানাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। ৩১ জুলাই থেকে ঘরে বসে দেখা যাবে সিনেমাটি।

আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার ওটিটিতে মুক্তির পালা কোরবানির ঈদের সিনেমা। ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে সেই যাত্রা।

মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে। এশা মার্ডার সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

‘এশা মার্ডার’ সিনেমায় আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
‘এশা মার্ডার’ সিনেমায় আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

এদিকে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে কোরবানির ঈদের আরেক সিনেমা ‘তাণ্ডব’-এর। শাকিব খান অভিনীত তাণ্ডব একই সঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত