Ajker Patrika

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জাভেদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৯: ০৪
ইলিয়াস জাভেদ। ছবি: সংগৃহীত
ইলিয়াস জাভেদ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

জাভেদকে হাসপাতালে নেওয়ার খবর জানিয়ে ফেসবুকে সনি রহমান লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা জাভেদ ভাই বেশ আগে থেকে অসুস্থ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হবে। এমনটাই নিশ্চিত করেছেন তাঁর সহধর্মিণী। চিকিৎসার স্বার্থে এবং যাতে মানুষ হাসপাতালে ভিড় না জমায়, সে কারণে হাসপাতালের নাম প্রকাশ না করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাঁর স্ত্রী সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগ রাখছি। সকলের কাছে জাভেদ ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।’

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তাঁর চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু হয় জাভেদের। তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত