গত জুলাইয়ে জানা গিয়েছিল রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাঁচ মাস পর জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঋতুপর্ণার জায়গায় তরী সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তাঁর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়।
রাশিদ পলাশ বলেন, ‘জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল, সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ বদল এনেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতায় দুই দেশের অনেক শিল্পীই কাজ হারাচ্ছেন। তবে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তাঁর।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
গত জুলাইয়ে জানা গিয়েছিল রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাঁচ মাস পর জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঋতুপর্ণার জায়গায় তরী সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তাঁর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়।
রাশিদ পলাশ বলেন, ‘জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল, সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ বদল এনেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতায় দুই দেশের অনেক শিল্পীই কাজ হারাচ্ছেন। তবে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তাঁর।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগিরই শর্তসাপেক্ষে প্রত্যাহার হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩৬ মিনিট আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৩৯ মিনিট আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
২ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
২ ঘণ্টা আগে