গত জুলাইয়ে জানা গিয়েছিল রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাঁচ মাস পর জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঋতুপর্ণার জায়গায় তরী সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তাঁর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়।
রাশিদ পলাশ বলেন, ‘জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল, সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ বদল এনেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতায় দুই দেশের অনেক শিল্পীই কাজ হারাচ্ছেন। তবে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তাঁর।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
গত জুলাইয়ে জানা গিয়েছিল রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পাঁচ মাস পর জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। ঋতুপর্ণার জায়গায় তরী সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তাঁর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়।
রাশিদ পলাশ বলেন, ‘জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল, সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ বদল এনেছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে দুই পারেই চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতায় দুই দেশের অনেক শিল্পীই কাজ হারাচ্ছেন। তবে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তাঁর।
ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
ছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। গত আগস্টে প্রকাশ পেয়েছিল তাঁর সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান।
৩ ঘণ্টা আগেলালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে কুষ্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ কুষ্টিয়াসহ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেসাত বছর আগে ২০১৮ সালে চ্যানেল আইয়ে টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। টিভিতে প্রচারের পর গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল এই টিভি সিরিজ। টিভি ও ওটিটির পর এবার প্রেক্ষাগৃহে দেখা যাবে সাত ভাই চম্পা। আজ দেশের তিনটি প্রেক্ষাগৃহে সিনেমা...
৩ ঘণ্টা আগে