Ajker Patrika

‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আসছেন নিশো

বিনোদন প্রতিবেদক
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৮: ৪৮
‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আসছেন নিশো

ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। ওটিটি প্ল্যাটফর্মেও সমানতালে তাঁর সাফল্য ধরে রেখেছেন। দর্শকরা অনেক দিন ধরেই নিশোকে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে।

পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’ তে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। আগামী ১২ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’র ঘোষণাটি আসবে বলে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই সিনেমা।

আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। এই সিনেমার জন্য নাকি কয়েকমাস ধরে প্রস্তুতি নিচ্ছেন নিশো। সম্প্রতি নাটক ও ওটিটিতেও তার কাজ তেমন দেখা যাচ্ছে না।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে ‘সুড়ঙ্গ’ সিনেমা হলে মুক্তি দেওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত