বিনোদন ডেস্ক
করাচিতে নিজের ফ্ল্যাট থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হওয়া মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ গ্রহণ করেছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবার লাহোরের ছিপা মর্গ থেকে অভিনেত্রীর দেহাবশেষ সংগ্রহ করেন তাঁর ভাই নাভিদ আসগর। হুমাইরার মরদেহ নিতে পরিবার অস্বীকৃতি জানিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন নাভিদ।
করাচির অভিজাত ইত্তেহাদ কমার্শিয়াল এলাকায় ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। গত কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছিলেন না তিনি। ফ্ল্যাটের মালিক একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আদালতের দ্বারস্থ হন। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য গত মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
করাচি পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের করা ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এক মাসের বেশি সময় আগে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। তবে ফরেনসিক তদন্তে অনুমান, প্রায় ৯ মাস আগে ২০২৪ সালের অক্টোবরে মৃত্যু হয়েছে তাঁর। হুমাইরা আসগরের মরদেহের পরিস্থিতি বর্ণনা করে ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘ভিসেরা সম্পূর্ণরূপে অটোলাইজড। মরদেহ একটি কালো অচেনা বস্তুতে পরিণত হয়েছে।’
প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, হুমাইরার মরদেহ নিতে অস্বীকার করেছে তাঁর পরিবার। এর পরিপ্রেক্ষিতে সিন্ধুর সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ ঘোষণা করেন, প্রাদেশিক সরকার তাঁর দাফনের ব্যবস্থা করবে। সিন্ধুর গভর্নর কামরান তেসোরিও অভিনেত্রীর দাফনে সহায়তার প্রস্তাব দেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, হুমাইরার পরিবারের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর ভাই নাভিদ আসগর। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি এবং সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রহণ করেছি।’
নাভিদ আসগর জানান, তাঁর বোন সাত বছর আগে লাহোর থেকে করাচিতে চলে আসেন। পরিবারের সঙ্গে খুব কমই যোগাযোগ রাখতেন। প্রতি ছয় মাস পর পর বাড়িতে যেতেন। তবে গত প্রায় দেড় বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না।
হুমাইরাকে খোঁজার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। পরিবারকেও কখনো নিজের সঠিক ঠিকানা দেননি হুমাইরা। তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাঁরাও অভিনেত্রীর কোনো খোঁজ জানাতে পারেননি।
সংবাদমাধ্যমকে নাভিদ আসগর বলেন, ‘আমার মা বলেছিলেন, আমার মেয়ের এমন পচাগলা লাশ আমি দেখতে পারব না। ওকে বাড়িতে এনো না, ওখানেই (করাচিতে) দাফন করো। মিডিয়াকে আমার বাবা সেটাই বলেছিলেন। কিন্তু মিডিয়া এ বক্তব্যকে বিকৃত করে বলে দিয়েছে, আমরা নাকি তাঁর মরদেহ নিতে চাই না! অথচ আমি কিন্তু এসেছি। বাবাই আমাকে পাঠিয়েছেন।’
হুমাইরার মৃত্যু কীভাবে ঘটেছে, সেটা তদন্ত না করে পরিবার কেন অনুপস্থিত, তা নিয়ে একের পর এক রিপোর্ট করার জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করেন অভিনেত্রীর ভাই।
২০১৪ সালে ভিট মিস সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় পা রাখেন হুমাইরা আসগর। ২০২২ সালে রিয়েলিটি শো তামাশা ঘর দিয়ে পরিচিতি পান। ‘জাস্ট ম্যারিড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’, ‘চল দিল মেরে’সহ বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। এ ছাড়া, ‘জালাইবি’, ‘লাভ ভ্যাকসিন’সহ কয়েকটি সিনেমায়ও দেখা গেছে হুমাইরা আসগরকে।
করাচিতে নিজের ফ্ল্যাট থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হওয়া মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ গ্রহণ করেছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবার লাহোরের ছিপা মর্গ থেকে অভিনেত্রীর দেহাবশেষ সংগ্রহ করেন তাঁর ভাই নাভিদ আসগর। হুমাইরার মরদেহ নিতে পরিবার অস্বীকৃতি জানিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন নাভিদ।
করাচির অভিজাত ইত্তেহাদ কমার্শিয়াল এলাকায় ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। গত কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছিলেন না তিনি। ফ্ল্যাটের মালিক একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আদালতের দ্বারস্থ হন। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য গত মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
করাচি পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের করা ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এক মাসের বেশি সময় আগে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। তবে ফরেনসিক তদন্তে অনুমান, প্রায় ৯ মাস আগে ২০২৪ সালের অক্টোবরে মৃত্যু হয়েছে তাঁর। হুমাইরা আসগরের মরদেহের পরিস্থিতি বর্ণনা করে ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘ভিসেরা সম্পূর্ণরূপে অটোলাইজড। মরদেহ একটি কালো অচেনা বস্তুতে পরিণত হয়েছে।’
প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, হুমাইরার মরদেহ নিতে অস্বীকার করেছে তাঁর পরিবার। এর পরিপ্রেক্ষিতে সিন্ধুর সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ ঘোষণা করেন, প্রাদেশিক সরকার তাঁর দাফনের ব্যবস্থা করবে। সিন্ধুর গভর্নর কামরান তেসোরিও অভিনেত্রীর দাফনে সহায়তার প্রস্তাব দেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, হুমাইরার পরিবারের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর ভাই নাভিদ আসগর। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি এবং সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রহণ করেছি।’
নাভিদ আসগর জানান, তাঁর বোন সাত বছর আগে লাহোর থেকে করাচিতে চলে আসেন। পরিবারের সঙ্গে খুব কমই যোগাযোগ রাখতেন। প্রতি ছয় মাস পর পর বাড়িতে যেতেন। তবে গত প্রায় দেড় বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না।
হুমাইরাকে খোঁজার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। পরিবারকেও কখনো নিজের সঠিক ঠিকানা দেননি হুমাইরা। তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাঁরাও অভিনেত্রীর কোনো খোঁজ জানাতে পারেননি।
সংবাদমাধ্যমকে নাভিদ আসগর বলেন, ‘আমার মা বলেছিলেন, আমার মেয়ের এমন পচাগলা লাশ আমি দেখতে পারব না। ওকে বাড়িতে এনো না, ওখানেই (করাচিতে) দাফন করো। মিডিয়াকে আমার বাবা সেটাই বলেছিলেন। কিন্তু মিডিয়া এ বক্তব্যকে বিকৃত করে বলে দিয়েছে, আমরা নাকি তাঁর মরদেহ নিতে চাই না! অথচ আমি কিন্তু এসেছি। বাবাই আমাকে পাঠিয়েছেন।’
হুমাইরার মৃত্যু কীভাবে ঘটেছে, সেটা তদন্ত না করে পরিবার কেন অনুপস্থিত, তা নিয়ে একের পর এক রিপোর্ট করার জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করেন অভিনেত্রীর ভাই।
২০১৪ সালে ভিট মিস সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় পা রাখেন হুমাইরা আসগর। ২০২২ সালে রিয়েলিটি শো তামাশা ঘর দিয়ে পরিচিতি পান। ‘জাস্ট ম্যারিড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’, ‘চল দিল মেরে’সহ বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। এ ছাড়া, ‘জালাইবি’, ‘লাভ ভ্যাকসিন’সহ কয়েকটি সিনেমায়ও দেখা গেছে হুমাইরা আসগরকে।
‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
৬ ঘণ্টা আগেরেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘কতদূর’ শিরোনামের গানটি।
৬ ঘণ্টা আগে‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
৬ ঘণ্টা আগেবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১১ ঘণ্টা আগে