প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন টালিউডের বুম্বা। ছবির নাম ‘আয় খুকু আয়’। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতার জন্য ভালো গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। টালিউডে এমন দৃষ্টান্তই দেখাতে চলেছেন জিৎ। ছবিটি বানাবেন সৌভিক কুণ্ডু।
‘আয় খুকু আয়’ দিয়ে কয়েক বছর পর আবার বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘সবার কাছেই বক্স অফিস খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম, ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করব। সবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছি আমরা। খুব খারাপ সময় গেছে। এখন এ ধরনের হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন।’
এই ছবিতে প্রসেনজিৎ ও জিতের যুগলবন্দী কিন্তু কাকতালীয় নয়। একসঙ্গে বসে, পরিকল্পনা করেই এ ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ভক্তরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ভক্তরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে?’
বাবা-মেয়ের সম্পর্কের নানা দিক নিয়েই এগোবে ‘আয় খুকু আয়’ ছবির গল্প। শোনা যাচ্ছে, ছবিতে দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন প্রসেনজিতের মেয়ের চরিত্রে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। দিতিপ্রিয়ার মুখের সারল্যই এই ছবিতে বড় একটা ফ্যাক্টর। এতে দ্বৈত চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির আবহসংগীত করার জন্য ইতিমধ্যেই ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছে।
ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। পরিচালক সৌভিক কুণ্ডু জানিয়েছেন, ছবিতে একটি অতিথি চরিত্র আছে। সেটায় জিতের অভিনয়ের পরিকল্পনা চলছে।
এর আগেও অন্য নায়কের জন্য ছবি প্রযোজনা করেছেন জিৎ। তাঁর শেষ প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।
প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন টালিউডের বুম্বা। ছবির নাম ‘আয় খুকু আয়’। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতার জন্য ভালো গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। টালিউডে এমন দৃষ্টান্তই দেখাতে চলেছেন জিৎ। ছবিটি বানাবেন সৌভিক কুণ্ডু।
‘আয় খুকু আয়’ দিয়ে কয়েক বছর পর আবার বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘সবার কাছেই বক্স অফিস খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম, ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করব। সবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে শুরু করেছি আমরা। খুব খারাপ সময় গেছে। এখন এ ধরনের হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন।’
এই ছবিতে প্রসেনজিৎ ও জিতের যুগলবন্দী কিন্তু কাকতালীয় নয়। একসঙ্গে বসে, পরিকল্পনা করেই এ ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ভক্তরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ভক্তরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে?’
বাবা-মেয়ের সম্পর্কের নানা দিক নিয়েই এগোবে ‘আয় খুকু আয়’ ছবির গল্প। শোনা যাচ্ছে, ছবিতে দিতিপ্রিয়া রায় অভিনয় করবেন প্রসেনজিতের মেয়ের চরিত্রে। তাঁর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। দিতিপ্রিয়ার মুখের সারল্যই এই ছবিতে বড় একটা ফ্যাক্টর। এতে দ্বৈত চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির আবহসংগীত করার জন্য ইতিমধ্যেই ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছে।
ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। পরিচালক সৌভিক কুণ্ডু জানিয়েছেন, ছবিতে একটি অতিথি চরিত্র আছে। সেটায় জিতের অভিনয়ের পরিকল্পনা চলছে।
এর আগেও অন্য নায়কের জন্য ছবি প্রযোজনা করেছেন জিৎ। তাঁর শেষ প্রযোজিত ‘সুইজারল্যান্ড’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে