Ajker Patrika

ঈদের সিনেমা: সিঙ্গেল স্ক্রিনে অপ্রতিরোধ্য শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১২: ৫৬
Thumbnail image

গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। দর্শক-খরার এই সময় গত দুই দিনে সিনেমা দেখতে ভিড় করেছেন প্রচুর দর্শক। এবারের ঈদে প্রায় ১৬০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাগুলো। এখন পর্যন্ত হল থেকে প্রাপ্ত সেল রিপোর্ট অনুযায়ী দেশের সিঙ্গেল স্ক্রিনে রাজ করছেন শাকিব খান ও তাঁর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেশের সর্বোচ্চসংখ্যক ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সারা বছরই দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনের আগ্রহের কেন্দ্রতে থাকে শাকিবের সিনেমা। সিনেমাসংশ্লিষ্টদের মতে সিনেপ্লেক্সে এভারেজ দর্শক থাকলেও সিঙ্গেল স্ক্রিনে শাকিব অপ্রতিরোধ্য। 

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে শাকিবের সিনেমা। প্রথম দিনের তুলনায় গতকাল দ্বিতীয় দিন দর্শক বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। প্রায় প্রতিটি শো-ই গেছে হাউসফুল। 

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ির রোমা সিনেমা হল। ছবি: সংগৃহীতমধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম দিন থেকেই দর্শকদের প্রত্যাশিত সাড়া পাচ্ছি। প্রচুর তরুণ ও পারিবারিক দর্শক আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শক আরও বাড়ছে। 

এদিকে ভৈরবের মধুমতি, কুলিয়ারচরের রাজ, গাইবান্ধার সাঘাটার রোমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, সিলেটের শায়েস্তাগঞ্জের মনিকা, শ্রীমঙ্গল, শেরপুরের ‘রূপকথা’, ঢাকার চিত্রামহল, খুলনার ডুমুরিয়া হলগুলোতে শাকিব খান ঝড় তুলেছেন। 

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ির রোমা সিনেমা হলে ঈদের দিন চলেছে রেকর্ডসংখ্যক পাঁচটি শো। যার প্রতিটি শো-ই ভালো চলেছে। ঈদের দ্বিতীয় দিন অনেক দর্শক ফিরে গেছেন টিকিট না পেয়ে। 

হল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ গত ঈদুল আজহায় শাকিবের গলুইয়ের পর সিনেমা হলটি বন্ধ ছিল ভালো সিনেমা না থাকায়। এবার ঈদে শাকিবের জন্যই হলটি খোলা হয়েছে। দর্শক ধারণক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 

সিলেটের শায়েস্তাগঞ্জের মনিকা সিনেমা হল। ছবি: সংগৃহীতকুলিয়ারচরের রাজ সিনেমা হলে ঈদের দিন থেকে প্রতিদিন চলছে চারটি করে শো। হল কর্তৃপক্ষ জানিয়েছে দর্শক সমাগমে তারা সন্তুষ্ট। প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। 

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত