বিনোদন ডেস্ক
তেলেগু সুপাস্টার মহেশ বাবুর বাবা খ্যাতিমান অভিনেতা কৃষ্ণা ঘট্টমানেনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হায়দারাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার ‘অবস্থা স্থিতিশীল’ বলে চিকিৎসকরা জানান। তবে তার অসুস্থতার বিষয়ে কিছু জানা যায়নি।
কৃষ্ণের জনসংযোগ কর্মকর্তা সুরেশ কোন্ডি টুইটার পোস্টে বলেন, ‘তাঁর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তবে ভারতীয় বিনোদন ম্যাগাজিন পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়, এই প্রবীণ অভিনেতা শ্বাসকষ্টজনিত রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এই পরিবারের সদস্যরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি মহেশ বাবু তাঁর মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন। এর আগে তাঁর ভাই রমেশ বাবুও মারা গেছেন ।
কৃষ্ণ ঘট্টমানেনি চলচ্চিত্রে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বিখ্যাত। তিনি অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন আদুর্তি সুব্বা রাও পরিচালিত 'তেনে মনসুলু' সিনেমার মাধ্যমে। তেলুগুতে তার বিখ্যাত সিনেমা হল ‘আলুরি সীথা রামা রাজু’, এবং ‘সিংহাসনম’ ইত্যাদি।
তিনি রাজনৈতিক দল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি তেলুগু সিনেমায় ‘ইস্টম্যান কালার ফিল্ম’, ‘সিনেমাস্কোপ ফিল্ম’, ‘৭০ মিমি ফিল্ম’, ‘ডিটিএস ফিল্ম’ ইত্যাদির মতো নতুন প্রযুক্তির প্রবর্তন করেন। ২০০৯ সালে, তিনি ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কারে সম্মানিত হন।
তেলেগু সুপাস্টার মহেশ বাবুর বাবা খ্যাতিমান অভিনেতা কৃষ্ণা ঘট্টমানেনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হায়দারাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার ‘অবস্থা স্থিতিশীল’ বলে চিকিৎসকরা জানান। তবে তার অসুস্থতার বিষয়ে কিছু জানা যায়নি।
কৃষ্ণের জনসংযোগ কর্মকর্তা সুরেশ কোন্ডি টুইটার পোস্টে বলেন, ‘তাঁর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তবে ভারতীয় বিনোদন ম্যাগাজিন পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়, এই প্রবীণ অভিনেতা শ্বাসকষ্টজনিত রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এই পরিবারের সদস্যরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি মহেশ বাবু তাঁর মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন। এর আগে তাঁর ভাই রমেশ বাবুও মারা গেছেন ।
কৃষ্ণ ঘট্টমানেনি চলচ্চিত্রে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য বিখ্যাত। তিনি অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন আদুর্তি সুব্বা রাও পরিচালিত 'তেনে মনসুলু' সিনেমার মাধ্যমে। তেলুগুতে তার বিখ্যাত সিনেমা হল ‘আলুরি সীথা রামা রাজু’, এবং ‘সিংহাসনম’ ইত্যাদি।
তিনি রাজনৈতিক দল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি তেলুগু সিনেমায় ‘ইস্টম্যান কালার ফিল্ম’, ‘সিনেমাস্কোপ ফিল্ম’, ‘৭০ মিমি ফিল্ম’, ‘ডিটিএস ফিল্ম’ ইত্যাদির মতো নতুন প্রযুক্তির প্রবর্তন করেন। ২০০৯ সালে, তিনি ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কারে সম্মানিত হন।
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৩ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। এফডিসিকে আবারও চাঙা করতে সম্প্রতি কমানো হয়েছে শুটিং ফ্লোর ও যন্ত্রপাতির ভাড়া। এবার নজর দেওয়া হচ্ছে এফডিসির পাওনা টাকা আদায়ে। গতকাল নবনিযুক্ত ব্যবস্থাপনা...
৩ ঘণ্টা আগে‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক...
৩ ঘণ্টা আগে