শেষের পথে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের ১১তম দিনে প্রদর্শিত হচ্ছে বেশ কিছু সিনেমা। তবে এদিন সকাল থেকে সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের। আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সম্প্রতি যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কানের স্থানীয় সময় বেলা ২টায় লালগালিচায় হাজির হন নির্মাতা। সেখান থেকেই জানিয়েছেন প্রতিবাদ।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানি ও অভিনেতা মিসাগ জারেহ। কিন্তু ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় তাঁরা কানে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতা রাসুলফ এই দুই অভিনেতার ছবি হাতে নিয়ে যেন জানালেন এরই প্রতিবাদ। মোহাম্মদ রাসুলফের সঙ্গে লালগালিচায় আরও ছিলেন তাঁর মেয়ে বারান রাসুলফ ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
শেষের পথে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের ১১তম দিনে প্রদর্শিত হচ্ছে বেশ কিছু সিনেমা। তবে এদিন সকাল থেকে সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের। আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সম্প্রতি যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কানের স্থানীয় সময় বেলা ২টায় লালগালিচায় হাজির হন নির্মাতা। সেখান থেকেই জানিয়েছেন প্রতিবাদ।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানি ও অভিনেতা মিসাগ জারেহ। কিন্তু ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় তাঁরা কানে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতা রাসুলফ এই দুই অভিনেতার ছবি হাতে নিয়ে যেন জানালেন এরই প্রতিবাদ। মোহাম্মদ রাসুলফের সঙ্গে লালগালিচায় আরও ছিলেন তাঁর মেয়ে বারান রাসুলফ ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৪ মিনিট আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১০ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
১০ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
১০ ঘণ্টা আগে