শেষের পথে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের ১১তম দিনে প্রদর্শিত হচ্ছে বেশ কিছু সিনেমা। তবে এদিন সকাল থেকে সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের। আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সম্প্রতি যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কানের স্থানীয় সময় বেলা ২টায় লালগালিচায় হাজির হন নির্মাতা। সেখান থেকেই জানিয়েছেন প্রতিবাদ।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানি ও অভিনেতা মিসাগ জারেহ। কিন্তু ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় তাঁরা কানে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতা রাসুলফ এই দুই অভিনেতার ছবি হাতে নিয়ে যেন জানালেন এরই প্রতিবাদ। মোহাম্মদ রাসুলফের সঙ্গে লালগালিচায় আরও ছিলেন তাঁর মেয়ে বারান রাসুলফ ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
শেষের পথে ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ উৎসবের ১১তম দিনে প্রদর্শিত হচ্ছে বেশ কিছু সিনেমা। তবে এদিন সকাল থেকে সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের। আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে সম্প্রতি যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কানের স্থানীয় সময় বেলা ২টায় লালগালিচায় হাজির হন নির্মাতা। সেখান থেকেই জানিয়েছেন প্রতিবাদ।
এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। সিনেমাটিতে ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী সোহেলিয়া গোলেস্তানি ও অভিনেতা মিসাগ জারেহ। কিন্তু ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় তাঁরা কানে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতা রাসুলফ এই দুই অভিনেতার ছবি হাতে নিয়ে যেন জানালেন এরই প্রতিবাদ। মোহাম্মদ রাসুলফের সঙ্গে লালগালিচায় আরও ছিলেন তাঁর মেয়ে বারান রাসুলফ ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
২ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৬ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৫ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৫ ঘণ্টা আগে