Ajker Patrika

নির্মাতা মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অভিনেত্রী শাম্মীর

নির্মাতা মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অভিনেত্রী শাম্মীর

গত সপ্তাহে নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ আনেন অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি জানান, মামুনের তিনটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর সঙ্গে ফেসবুকে মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অনন্য মামুন দাবি করেন, আলোচনায় আসতেই এমনটা করছেন শাম্মী। এবার আনুষ্ঠানিকভাবে অনন্য মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শাম্মী। ক্ষমা না চাইলে নির্মাতার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলিনা শাম্মী। সেখানে তিনি বলেন, ‘ভারতে “দরদ” সিনেমায় ১৬ দিন শুটিং করার পর আমাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন, যা আমার সম্মানীর চেয়ে কম। এর আগে তাঁর “কসাই” ও “রেডিও” সিনেমার পারিশ্রমিকও এখনো পরিশোধ করেননি তিনি। সম্মানী নিয়ে নয়ছয় করে শেষে আমার অনুমতি না নিয়ে ব্যক্তিগত আলোচনার মেসেঞ্জার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।’

অনন্য মামুনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে শাম্মী বলেন, ‘তিনি দরদের শুটিংয়ের সময় আমার সঙ্গে অপমানজনক ব্যবহার করেছেন। আমি অসম্মানিত বোধ করেছি। এ ছাড়া আমাকে ডাবিংয়ে ডেকে দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে পরে অন্য এক নারীকে নিয়ে প্রবেশ করেন এবং তাঁর ডাবিং শুরু করেন। আমি এসবের বিচার চাই।’

অনন্য মামুন। ছবি: সংগৃহীতঅন্য শিল্পীদের সঙ্গেও মামুন এমন আচরণ করেন বলে জানান শাম্মী। সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনন্য মামুনকে ক্ষমা চাইতে হবে দাবি করে এলিনা শাম্মী বলেন, ‘তাঁকে সবকিছুর জন্য সরি বলতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত