Ajker Patrika

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদ্‌যাপন ভক্তের

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৩: ১৫
নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদ্‌যাপন ভক্তের

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এই অভিনেতা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। জন্মদিন উপলক্ষে শাকিবের মুক্তিপ্রতীক্ষিত সিনেমার ঝলক সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘তুফান’-এর পোস্টারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসছে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদ্‌যাপন করেছেন একদল ভক্ত। টাইমস স্কয়ারে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়ে কেটেছেন কেক।

ফারাজানা নামের সেই ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন গ্লোবাল স্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বহির্বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি, আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।’

টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদ্‌যাপন। ছবি: ফেসবুকউল্লেখ্য, ১৯৭৯ সালে গোপালগঞ্জে তাঁর জন্ম। শৈশব-কৈশোর কাটিয়েছেন নারায়ণগঞ্জে। তাঁর মুক্তি পাওয়া প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯)। পঁচিশ বছরের অভিনয়জীবনে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেতা কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত