Ajker Patrika

প্রিয়াঙ্কা সরকারের হালচাল

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৪: ১৮
প্রিয়াঙ্কা সরকারের হালচাল

পশ্চিমবঙ্গের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে প্রিয়াঙ্কা প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।

প্রিয়াঙ্কা সরকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক। বাঙালি পোশাক থেকে ওয়েস্টার্ন, প্রিয়াঙ্কার ফ্যাশনেবল লুক প্রশংসা কুড়ায় ভক্তদের। প্রিয়াঙ্কাও ভক্তের ভালোবাসার জবাব দেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা। 

প্রিয়াঙ্কা সরকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক। প্রিয়াঙ্কার শুরু ছোট পর্দার মাধ্যমে। বড় পর্দায় অভিষেক ২০০৮ সালে, সেবার মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’।

প্রিয়াঙ্কা সরকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেরই। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সিনেমাটি প্রিয়াঙ্কা সরকারকে দর্শকপ্রিয়তা দেয়।

এর পরের বছর প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে ‘রিস্ক’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন।

প্রিয়াঙ্কা সরকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক। তারপর একে একে ‘লাভ সার্কাস’, ‘কাগজের বউ’, ‘হ্যাংওভার’, ‘ন হন্যতে’, ‘হেমলক সোসাইটি’ প্রভৃতির মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।

প্রিয়াঙ্কা সরকার। ছবি: অভিনেত্রীর ফেসবুক। গত ২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ও প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার, সৌরভ দাস ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত