Ajker Patrika

সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন জয়

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১: ২২
সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন জয়

প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আজ বুধবার ফেসবুকে সালমান অভিনীত ‘স্নেহ’ সিনেমার শুটিং সেট থেকে তুলা ছবিটি শেয়ার করেছেন জয়। জীবনে অনেক ছবি তুললেও এই ছবিটিকে ‘অমর’ আখ্যা দিয়েছেন তিনি।

জয় লিখেছেন, ‘ওই দিনটির কথা মনে আছে। শ্যামলীর একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের স্নেহ ছবির শুটিং চলছে। শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো। কত ছবি পৃথিবীতে তুলেছি। কত ছবি কতজন তুলে। কিছু কিছু ছবি হয়ে যায় অমর।’

জয় আরও লিখেছেন, ‘ওই সময় এর আমার বয়স আমার স্বপ্ন আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাব না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এইতো সেই দিন। আগামী ৩০ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৩০ বছর চোখের পলকে চলে গেল। তাহলে বাকিটা? ভেজা চোখ ছবির গানটি মনে পড়ছে জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও। যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও। পাবে না সময় আর হয়তো।’

উল্লেখ্য, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। সিনেমাটিতে সালমান শাহ ছাড়াও আরও অভিনয় করেন—শাবানা, আলমগীর, মৌসুমী ও হুমায়ুন ফরীদি প্রমুখ।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত