অভিনেত্রী পল্লবী দে ও বিদিশা দে মজুমদারের পর এবার ওপার বাংলায় আরেক মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। স্থানীয় সময় শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে মঞ্জুষার মরদেহ উদ্ধার করা হয়।
মঞ্জুষার মা জানান, বিদিশার মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এর জেরেই আত্মহত্যা করতে পারেন মঞ্জুষা। একসঙ্গে অনেক কাজ করেছেন তাঁরা। মঞ্জুষার মা আরও জানিয়েছেন, বিদিশার মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর মেয়ে বলেছিলেন যে, ‘আমিও বিদিশার মতো করব।’
পরিবার আরও জানায়, স্বামীর সঙ্গেও কিছুটা মনোমালিন্য হয় মঞ্জুষার। তখন মঞ্জুষা আত্মহত্যার কথা বলেছিলেন। তবে মঞ্জুষার মায়ের দাবি, জামাইয়ের সঙ্গে কোনো অশান্তি ছিল না মেয়ের।
মঞ্জুষা টালিউডে কাজ করছেন অনেক দিন ধরে। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন মঞ্জুষা।
উল্লেখ্য, গত ১৫ মে কলকাতার গড়ফার আবাসন থেকে অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এর জেরে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশার মরদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনো প্রমাণ মেলেনি। যদিও পরিবারের দাবি, বিদিশা আত্মহত্যা করতে পারেন না।
অভিনেত্রী পল্লবী দে ও বিদিশা দে মজুমদারের পর এবার ওপার বাংলায় আরেক মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। স্থানীয় সময় শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে মঞ্জুষার মরদেহ উদ্ধার করা হয়।
মঞ্জুষার মা জানান, বিদিশার মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এর জেরেই আত্মহত্যা করতে পারেন মঞ্জুষা। একসঙ্গে অনেক কাজ করেছেন তাঁরা। মঞ্জুষার মা আরও জানিয়েছেন, বিদিশার মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর মেয়ে বলেছিলেন যে, ‘আমিও বিদিশার মতো করব।’
পরিবার আরও জানায়, স্বামীর সঙ্গেও কিছুটা মনোমালিন্য হয় মঞ্জুষার। তখন মঞ্জুষা আত্মহত্যার কথা বলেছিলেন। তবে মঞ্জুষার মায়ের দাবি, জামাইয়ের সঙ্গে কোনো অশান্তি ছিল না মেয়ের।
মঞ্জুষা টালিউডে কাজ করছেন অনেক দিন ধরে। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন মঞ্জুষা।
উল্লেখ্য, গত ১৫ মে কলকাতার গড়ফার আবাসন থেকে অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এর জেরে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশার মরদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনো প্রমাণ মেলেনি। যদিও পরিবারের দাবি, বিদিশা আত্মহত্যা করতে পারেন না।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে