সৌন্দর্যের সঙ্গে দক্ষ অভিনয় দিয়ে কেবল দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, নজর কেড়েছেন গোটা ভারতবর্ষের। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘ইয়েমায়া চেসাভে’ দিয়েই দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তিনি সামান্থা রুথ প্রভু। চলচ্চিত্র ক্যারিয়ারের এক যুগে দাঁড়িয়ে এই অভিনেত্রীর অর্জন নেহাত কম নয়। পাশাপাশি ফ্যাশন সচেতনতা আর ফিটনেস দিয়েও বাহবা কুড়াচ্ছেন তিনি। ৩৫ তম জন্মদিনে সামান্থার সেরা পাঁচ পারফরম্যান্স সম্পর্কে জানা যাক—
১. ইগা
সামান্থার সিনেমা নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে বাহুবলী খ্যাত এসএস রাজামৌলির ক্ল্যাসিক সিনেমা ‘মক্ষী/ইগা’। ছবিতে বিন্দু চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। বিন্দু আর তাঁর প্রেমিক ন্যানি এবং ভিলেন কিচ্ছা সুদীপকে ঘিরে আবর্তিত সিনেমার গল্প। ঘটনাক্রমে ন্যানি সুদীপের হাতে নিহত হয়। পরে একটি মৌমাছি হিসাবে পুনর্জন্ম লাভ করে ন্যানি তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এই সিনেমায় সামান্থার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
২. জানু
নিখুঁত রোমান্টিক কমেডির সব বৈশিষ্ট্য রয়েছে ‘জানু’ ছবিতে। দীর্ঘদিন পর দেখা হয় রাম ও জানুর। সামনে আসে শৈশবের প্রণয়। পুরোনো দিনগুলো স্মরণ করে একে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে আসা নিয়ে শুরু হয় আরেক গল্প।
৩. মাজিলি
সবাই বলে ভালোবাসা মানে হলো শুধু দিয়ে যাওয়া। আর ‘মাজিলি’ সিনেমায় এই আবেগকে সম্ভাব্য সব উপায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সিনেমাটিতে সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর অভিনয় তুমুল জনপ্রিয়তা পায়।
৪. রাঙ্গস্থলাম
‘রাঙ্গস্থলাম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু ও রাম চরণের চমৎকার রসায়ন মুগ্ধ করে দর্শকদের। সুকুমারের পরিচালনার মধ্যে এটি মিস করা সত্যিই কঠিন। সিনেমায় সামান্থা লোকাল উচ্চারণ আর দুর্দান্ত নাচের মধ্য দিয়ে সবার দৃষ্টি কেড়ে নেয়।
৫. ‘ফ্যামিলি ম্যান টু’
সামান্থা রুথ প্রভুর দুর্দান্ত অভিনয়ের তালিকা ‘ফ্যামিলি ম্যান টু’ ছাড়া অসম্পূর্ণ। বললে ভুল হবে না যে সামান্থার সবচেয়ে শক্তিশালী অভিনয় এই ওটিটি সিরিজ দিয়েই দর্শক দেখেছে। ‘ফ্যামিলি ম্যান টু’-এর ‘রাজি’ হয়ে দুর্দান্ত একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন সামান্থা। রীতিমতো নিজের কাজের দক্ষতা দেখিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে সামান্থার অভিনয়।
সৌন্দর্যের সঙ্গে দক্ষ অভিনয় দিয়ে কেবল দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, নজর কেড়েছেন গোটা ভারতবর্ষের। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘ইয়েমায়া চেসাভে’ দিয়েই দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তিনি সামান্থা রুথ প্রভু। চলচ্চিত্র ক্যারিয়ারের এক যুগে দাঁড়িয়ে এই অভিনেত্রীর অর্জন নেহাত কম নয়। পাশাপাশি ফ্যাশন সচেতনতা আর ফিটনেস দিয়েও বাহবা কুড়াচ্ছেন তিনি। ৩৫ তম জন্মদিনে সামান্থার সেরা পাঁচ পারফরম্যান্স সম্পর্কে জানা যাক—
১. ইগা
সামান্থার সিনেমা নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে বাহুবলী খ্যাত এসএস রাজামৌলির ক্ল্যাসিক সিনেমা ‘মক্ষী/ইগা’। ছবিতে বিন্দু চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। বিন্দু আর তাঁর প্রেমিক ন্যানি এবং ভিলেন কিচ্ছা সুদীপকে ঘিরে আবর্তিত সিনেমার গল্প। ঘটনাক্রমে ন্যানি সুদীপের হাতে নিহত হয়। পরে একটি মৌমাছি হিসাবে পুনর্জন্ম লাভ করে ন্যানি তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এই সিনেমায় সামান্থার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
২. জানু
নিখুঁত রোমান্টিক কমেডির সব বৈশিষ্ট্য রয়েছে ‘জানু’ ছবিতে। দীর্ঘদিন পর দেখা হয় রাম ও জানুর। সামনে আসে শৈশবের প্রণয়। পুরোনো দিনগুলো স্মরণ করে একে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে আসা নিয়ে শুরু হয় আরেক গল্প।
৩. মাজিলি
সবাই বলে ভালোবাসা মানে হলো শুধু দিয়ে যাওয়া। আর ‘মাজিলি’ সিনেমায় এই আবেগকে সম্ভাব্য সব উপায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সিনেমাটিতে সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর অভিনয় তুমুল জনপ্রিয়তা পায়।
৪. রাঙ্গস্থলাম
‘রাঙ্গস্থলাম’ সিনেমায় সামান্থা রুথ প্রভু ও রাম চরণের চমৎকার রসায়ন মুগ্ধ করে দর্শকদের। সুকুমারের পরিচালনার মধ্যে এটি মিস করা সত্যিই কঠিন। সিনেমায় সামান্থা লোকাল উচ্চারণ আর দুর্দান্ত নাচের মধ্য দিয়ে সবার দৃষ্টি কেড়ে নেয়।
৫. ‘ফ্যামিলি ম্যান টু’
সামান্থা রুথ প্রভুর দুর্দান্ত অভিনয়ের তালিকা ‘ফ্যামিলি ম্যান টু’ ছাড়া অসম্পূর্ণ। বললে ভুল হবে না যে সামান্থার সবচেয়ে শক্তিশালী অভিনয় এই ওটিটি সিরিজ দিয়েই দর্শক দেখেছে। ‘ফ্যামিলি ম্যান টু’-এর ‘রাজি’ হয়ে দুর্দান্ত একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন সামান্থা। রীতিমতো নিজের কাজের দক্ষতা দেখিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে সামান্থার অভিনয়।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
২ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে