কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’
গত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।
পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটাতে হয়েছে।
ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।
কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’
গত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।
পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটাতে হয়েছে।
ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
৭ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১৯ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
২০ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
২০ ঘণ্টা আগে