Ajker Patrika

চরিত্রের জন্য চুল কাটালেন পরী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২: ০৪
চরিত্রের জন্য চুল কাটালেন পরী

কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’

পরীমণি ও শরিফুল রাজগত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।

পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটাতে হয়েছে।

পরীমণিডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।

সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত