Ajker Patrika

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আইসিইউ’–এর বিশেষ প্রদর্শনী

আনজিমুল খান জিহাদ
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আইসিইউ’–এর বিশেষ প্রদর্শনী

লিটন কর পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আইসিইউ’র বিশেষ প্রদর্শনী হয়ে গেল ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর পান্থপথের দৃকপাঠে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রগ্রহণ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। মূল চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার এবং একটি বিশেষ চরিত্রে জাকীয়া বারী মম। মিউজিক করেছেন রাশেদ শরীফ শোয়েব, সাউন্ড ডিজাইন করেছেন সজীব রঞ্জন বিশ্বাস ও রাজেশ সাহা । সম্পাদনায় শরিফ আহমেদ, শিল্প নির্দেশনায় গৌতম কর। সিনেমার নির্বাহী প্রযোজক তানভীর হোসাইন।

প্রদর্শনীতে এসেছিলেন নাট্যকার মাসুম রেজা, অভিনয়শিল্পী মীর সাব্বির, তানভীন সুইটি, নাজনীন চুমকি, দীপা খন্দকার, সুষমা সরকারসহ অনেকেই। প্রদর্শনী শেষে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘সিনেমাটি অনেকের কাছেই দুর্ভেদ্য মনে হতে পারে। আইসিইউ–এর রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তির আকুতিটা এই সিনেমায় ফুটে উঠেছে।’

সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে বোঝা সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে, আইসিইউতে আমাকে কেউ দেখছে বা অশরীরী কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে তার থেকে বাঁচতে চাওয়ার আকুতিটা এখানে স্পষ্ট। আসলে সাম্রাজ্যবাদী বা ফ্যাসিবাদের আগ্রাসী আচরণ সাধারণ মানুষকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আটকে রেখেছে, সেই বিষয়টাই রিলেট করার চেষ্টা করেছেন নির্মাতা।’

সিনেমার পরিচালক লিটন কর বলেন, ‘কোভিড মহামারিতে আমি একটা চাপ অনুভব করছিলাম। পৃথিবীর সব দেশে লকডাউন, এত বড় একটা শ্বাসরুদ্ধকর ঘটনার অনুভূতিই “আইসিইউ” সিনেমা।’

পরিচালক তাঁর ডিরেক্টরস নোটে বলেছেন, সভ্যতার শুরুতে মানুষ যখন থেকে দলগতভাবে নিজের অবস্থানের জানান দিতে চেয়েছে, ঠিক তখন থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য বিস্তারের নেশা। আর সে বিধ্বংসী নেশার ঘোরে নিজ নিজ মতাদর্শকে প্রতিষ্ঠা করতে মানুষ নিজেই সৃষ্টি করেছে নিজের প্রতিপক্ষ। পক্ষ-প্রতিপক্ষের দখলদারীত্ব, নিজের সীমানা বিস্তার কিংবা আগ্রাসনের রাজনীতির জন্মও সে দিন থেকে শুরু। বর্তমান চলমান বিশ্বে কোভিড মহামারির এই কালে আমি অন্য এক আকালকে দেয়ালের ওপাশে অনুভব করি। পক্ষ-প্রতিপক্ষের দখলদারি রাজনীতির অতি-পুরাতন-আদি এবং অপরিবর্তিত নেশায় ক্ষমতাশালী পরাশক্তির আগ্রাসী আধিপত্যে বিলীন হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের অনুভূত শ্বাসরুদ্ধ অনুভূতিকেই প্রকাশ করতে চেয়েছি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আইসিইউ ভুটানের ড্রুক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডেব্যু ফিল্ম ডিরেক্টরের পুরস্কার জিতেছে, ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভ্যাল সিঙ্গাপুরে জিতেছে সেরা নির্বাক চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত