আনজিমুল খান জিহাদ
লিটন কর পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আইসিইউ’র বিশেষ প্রদর্শনী হয়ে গেল ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর পান্থপথের দৃকপাঠে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রগ্রহণ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। মূল চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার এবং একটি বিশেষ চরিত্রে জাকীয়া বারী মম। মিউজিক করেছেন রাশেদ শরীফ শোয়েব, সাউন্ড ডিজাইন করেছেন সজীব রঞ্জন বিশ্বাস ও রাজেশ সাহা । সম্পাদনায় শরিফ আহমেদ, শিল্প নির্দেশনায় গৌতম কর। সিনেমার নির্বাহী প্রযোজক তানভীর হোসাইন।
প্রদর্শনীতে এসেছিলেন নাট্যকার মাসুম রেজা, অভিনয়শিল্পী মীর সাব্বির, তানভীন সুইটি, নাজনীন চুমকি, দীপা খন্দকার, সুষমা সরকারসহ অনেকেই। প্রদর্শনী শেষে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘সিনেমাটি অনেকের কাছেই দুর্ভেদ্য মনে হতে পারে। আইসিইউ–এর রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তির আকুতিটা এই সিনেমায় ফুটে উঠেছে।’
সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে বোঝা সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে, আইসিইউতে আমাকে কেউ দেখছে বা অশরীরী কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে তার থেকে বাঁচতে চাওয়ার আকুতিটা এখানে স্পষ্ট। আসলে সাম্রাজ্যবাদী বা ফ্যাসিবাদের আগ্রাসী আচরণ সাধারণ মানুষকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আটকে রেখেছে, সেই বিষয়টাই রিলেট করার চেষ্টা করেছেন নির্মাতা।’
সিনেমার পরিচালক লিটন কর বলেন, ‘কোভিড মহামারিতে আমি একটা চাপ অনুভব করছিলাম। পৃথিবীর সব দেশে লকডাউন, এত বড় একটা শ্বাসরুদ্ধকর ঘটনার অনুভূতিই “আইসিইউ” সিনেমা।’
পরিচালক তাঁর ডিরেক্টরস নোটে বলেছেন, সভ্যতার শুরুতে মানুষ যখন থেকে দলগতভাবে নিজের অবস্থানের জানান দিতে চেয়েছে, ঠিক তখন থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য বিস্তারের নেশা। আর সে বিধ্বংসী নেশার ঘোরে নিজ নিজ মতাদর্শকে প্রতিষ্ঠা করতে মানুষ নিজেই সৃষ্টি করেছে নিজের প্রতিপক্ষ। পক্ষ-প্রতিপক্ষের দখলদারীত্ব, নিজের সীমানা বিস্তার কিংবা আগ্রাসনের রাজনীতির জন্মও সে দিন থেকে শুরু। বর্তমান চলমান বিশ্বে কোভিড মহামারির এই কালে আমি অন্য এক আকালকে দেয়ালের ওপাশে অনুভব করি। পক্ষ-প্রতিপক্ষের দখলদারি রাজনীতির অতি-পুরাতন-আদি এবং অপরিবর্তিত নেশায় ক্ষমতাশালী পরাশক্তির আগ্রাসী আধিপত্যে বিলীন হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের অনুভূত শ্বাসরুদ্ধ অনুভূতিকেই প্রকাশ করতে চেয়েছি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আইসিইউ ভুটানের ড্রুক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডেব্যু ফিল্ম ডিরেক্টরের পুরস্কার জিতেছে, ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভ্যাল সিঙ্গাপুরে জিতেছে সেরা নির্বাক চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
লিটন কর পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আইসিইউ’র বিশেষ প্রদর্শনী হয়ে গেল ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর পান্থপথের দৃকপাঠে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রগ্রহণ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। মূল চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার এবং একটি বিশেষ চরিত্রে জাকীয়া বারী মম। মিউজিক করেছেন রাশেদ শরীফ শোয়েব, সাউন্ড ডিজাইন করেছেন সজীব রঞ্জন বিশ্বাস ও রাজেশ সাহা । সম্পাদনায় শরিফ আহমেদ, শিল্প নির্দেশনায় গৌতম কর। সিনেমার নির্বাহী প্রযোজক তানভীর হোসাইন।
প্রদর্শনীতে এসেছিলেন নাট্যকার মাসুম রেজা, অভিনয়শিল্পী মীর সাব্বির, তানভীন সুইটি, নাজনীন চুমকি, দীপা খন্দকার, সুষমা সরকারসহ অনেকেই। প্রদর্শনী শেষে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘সিনেমাটি অনেকের কাছেই দুর্ভেদ্য মনে হতে পারে। আইসিইউ–এর রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তির আকুতিটা এই সিনেমায় ফুটে উঠেছে।’
সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখে বোঝা সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে, আইসিইউতে আমাকে কেউ দেখছে বা অশরীরী কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে তার থেকে বাঁচতে চাওয়ার আকুতিটা এখানে স্পষ্ট। আসলে সাম্রাজ্যবাদী বা ফ্যাসিবাদের আগ্রাসী আচরণ সাধারণ মানুষকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আটকে রেখেছে, সেই বিষয়টাই রিলেট করার চেষ্টা করেছেন নির্মাতা।’
সিনেমার পরিচালক লিটন কর বলেন, ‘কোভিড মহামারিতে আমি একটা চাপ অনুভব করছিলাম। পৃথিবীর সব দেশে লকডাউন, এত বড় একটা শ্বাসরুদ্ধকর ঘটনার অনুভূতিই “আইসিইউ” সিনেমা।’
পরিচালক তাঁর ডিরেক্টরস নোটে বলেছেন, সভ্যতার শুরুতে মানুষ যখন থেকে দলগতভাবে নিজের অবস্থানের জানান দিতে চেয়েছে, ঠিক তখন থেকেই মানুষের মধ্যে জন্ম নিয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য বিস্তারের নেশা। আর সে বিধ্বংসী নেশার ঘোরে নিজ নিজ মতাদর্শকে প্রতিষ্ঠা করতে মানুষ নিজেই সৃষ্টি করেছে নিজের প্রতিপক্ষ। পক্ষ-প্রতিপক্ষের দখলদারীত্ব, নিজের সীমানা বিস্তার কিংবা আগ্রাসনের রাজনীতির জন্মও সে দিন থেকে শুরু। বর্তমান চলমান বিশ্বে কোভিড মহামারির এই কালে আমি অন্য এক আকালকে দেয়ালের ওপাশে অনুভব করি। পক্ষ-প্রতিপক্ষের দখলদারি রাজনীতির অতি-পুরাতন-আদি এবং অপরিবর্তিত নেশায় ক্ষমতাশালী পরাশক্তির আগ্রাসী আধিপত্যে বিলীন হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের অনুভূত শ্বাসরুদ্ধ অনুভূতিকেই প্রকাশ করতে চেয়েছি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আইসিইউ ভুটানের ড্রুক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডেব্যু ফিল্ম ডিরেক্টরের পুরস্কার জিতেছে, ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভ্যাল সিঙ্গাপুরে জিতেছে সেরা নির্বাক চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৮ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১০ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৩ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৩ ঘণ্টা আগে