Ajker Patrika

অসুস্থ হয়ে হাসপাতালে ঋত্বিকা সেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ৪৯
অসুস্থ হয়ে হাসপাতালে ঋত্বিকা সেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেনকে। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায় তাঁর নাকেমুখে নল লাগানো। ছবিতে অভিনেত্রীকে বেশ অসুস্থ এবং দুর্বল দেখা যায়।

অভিনেত্রী ঋত্বিকা জানান, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।’ 

অভিনেত্রী আরও বলেন, ‘অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।’ 

টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেনঅভিনেত্রী জানান, ডাক্তার প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন তিনি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান এ অভিনেত্রী। 

বেলগাছিয়া রাজবাড়িতে আগামী সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী ঋত্বিকা। সেখানে কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রাথমিকভাবে পাত্তা না দিলেও পরে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে যেতে হয়। আপাতত ১৫ দিনের জন্য বেড রেস্ট নিতে বলেছেন তাঁকে চিকিৎসক। 

শিশুশিল্পী হিসেবে টালিউডে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালের ব্যবসাসফল সিনেমা ‘১০০% লাভ’ সিনেমায় তিনি নায়িকা হিসেবে সুযোগ পান। তারপর ‘চ্যালেঞ্জ ২ ’, ‘বরবাদ’, ‘আরশিনগর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন ঋত্বিকা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত