ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।
ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।
নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।
এ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।
চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।
‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে