Ajker Patrika

কলকাতার সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা ছাড়লেন দুই অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়া—বাংলাদেশের টিভি নাটকের এ দুই অভিনেত্রী কলকাতা গেছেন। ঘুরতে নয়, অভিনয় করতে। ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তাঁরা। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। শুটিং হবে কলকাতা ও চন্দননগরের বিভিন্ন জায়গায়। শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন চুমকি ও নাদিয়া।

‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটি বানাচ্ছেন শিব রাম শর্মা। তিনি জানিয়েছেন, শহরে শৌচালয়ের অভাবের কারণে যে সব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় নাগরিকদের, তা নিয়েই তৈরি হচ্ছে সিনেমাটি।

নির্মাতা শিব রাম শর্মা বলেন, ‘বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনো শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।’ অর্পিতা রায় চৌধুরী লিখেছেন ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার গল্প।

ফারজানা চুমকি ও সালহা খানম নাদিয়াএ সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করবেন পার্নো মিত্র। গল্পে নিরাপদ শৌচালয়ের জন্য তিনি একটি আন্দোলন গড়ে তুলবেন। তাঁর সঙ্গে যোগ দেবেন চুমকি ও নাদিয়া।

চুমকি ও নাদিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তাঁদের প্রথমে ফোনালাপ হয়। তাঁদের ছবি দেখে ভালো লাগে নির্মাতার। এরপর ভার্চুয়ালি কয়েকবার মিটিং হয়। এ মাসের প্রথম দিকে বাংলাদেশে আসেন নির্মাতা। চুমকি ও নাদিয়ার সঙ্গে দেখা করে ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় তাঁদের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক শিব রাম শর্মা।

‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং শেষে এ মাসেই ঢাকায় ফেরার কথা চুমকি ও নাদিয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত